ঢাকা, ১ আগস্ট ২০১৬ : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির আজ বন্যা দুর্গত মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে তাদেরকে সহযোগিতা করার জন্য সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতি আহবান জানিয়েছেন।
‘আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন ২০১৫’ প্রকাশ উপলক্ষে আজ কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের উদ্দেশ্যে গভর্নর বলেন, ‘প্রত্যেকেরই উচিত ব্যক্তিগত ভাবে অথবা সম্মিলিতভাবে বন্যা দুর্গত মানুষদের সহায়তা করা, কেননা এটা সকলের দায়িত্ব’।
তিনি বলেন, সরকার এখন বন্যা দুর্গত মানুষদের জন্য কাজ করছে, কিন্তু পুনর্বাসনের কাজ বন্যার পরে শুরু হবে।