লকহার্ট (যুক্তরাষ্ট্র), ৩১ জুলাই ২০১৬ : যুক্তরাষ্ট্রের টেক্সাসে লকহার্ট শহরের কাছে গতকাল শনিবার একটি হট এয়ার বেলুন আগুন ধরার পর বিধ্বস্ত হয়। এতে বেলুনে থাকা ১৬ জনের সবার প্রাণহানি হয়েছে।
টেক্সাসের নিরাপত্তা বিভাগ জানায়, রাজ্যের রাজধানী অস্টিনের ৩০ মাইল দক্ষিণে লকহার্টের কাছে একটি মাঠে বিমানটি বিধ্বস্ত হয়।
কাল্ডওয়েল কাউন্টির শেরিফ ড্যানিয়েল ল বলেন, জরুরী সেবা কর্মীরা আসার পর বেলুনের ঝুড়িতে আগুন ধরে যায়।
তিনি বলেন, দুর্ঘটনায় কেউ বেঁচে আছেন বলে মনে হচ্ছে না। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। কেন্দ্রীয় বেসরকারি বিমান চলাচল প্রশাসন বেলুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও হতাহত হওয়ার ব্যাপারে কিছু বলেনি। তবে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এক বিবৃতিতে নিহত ব্যক্তি ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
স্থানীয় গণমাধ্যমের এক ভিডিওতে দেখা যায়, বেলুনটি লম্বা বিদ্যুতের খুঁটির কাছে ভেঙে পড়ে। তবে এর কারণ এখনও জানা যায়নি। এটা যুক্তরাষ্ট্রে সবচেয়ে ভয়াবহ হট এয়ার বেলুন বিস্ফোরণের ঘটনা।
জাতীয় পরিবহণ নিরাপত্তা বোর্ড ঘটনা তদন্ত করবে। বোর্ডের এক কর্মকর্তা বলেন, বেলুনটি হার্ট অব টেক্সাস বেলুন রাইডসের মালিকানাধীন বলে ধারণা করা হচ্ছে।