বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি প্রকাশ করবে কাল

বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি প্রকাশ করবে কাল

bbঢাকা, ২৫ জুলাই ২০১৬ : বাংলাদেশ ব্যাংকের (বিবি) গভর্নর ফজলে কবির আগামীকাল চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ছয় মাসের মুদ্রানীতি বিবরণী (এমপিএস) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন।
কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে সকাল ১১টায় এই এমপিএস প্রকাশ করা হবে।
এছাড়াও তিনি মুদ্রাস্ফীতি, ঋণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়েও সাংবাদিকদের ব্রিফ করবেন।
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরুপাক্ষ পাল বাসসকে জানান, অতীতের মতোই নতুন এমপিএস জাতীয় বাজেটের আলোকে তৈরি করা হয়েছে। যা ঋণ, জিডিপি, মুদ্রাস্ফীতি ও বিনিময় হারে প্রতিফলিত হবে।
সরকার চলতি অর্থবছরে জিডিপি বৃদ্ধি শতকরা ৭ দশমিক ২ ভাগ এবং মুদ্রাস্ফীতি শতকরা ৫ দশমিক ৮ ভাগের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
বাংলাদেশ ব্যাংকের প্রধান মুখপাত্র শুভঙ্কর সাহা আজ বাসসকে জানান, ‘আমরা এমপিএস চূড়ান্ত করেছি, যা আগামীকাল সকাল ১১টায় প্রকাশ করা হবে।’

অন্যান্য অর্থ বাণিজ্য