ঢাকা, ২৬ জুলাই ২০১৬ : তথ্য প্রদানের মনোভাব তৈরি করতে সরকারি-বেসরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান।
তথ্য অধিকার আইনকে আরও বেশি কার্যকর ও জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে আজ মঙ্গলবার তথ্য কমিশনে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতায় ড. গোলাম রহমান এই আহ্বান জানান।
সভায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হারুন-অর-রশিদ, বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালক সুরত কুমার সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস, এক্সপ্রেশান লিমিটেডের ত্রপা মজুমদার, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভের্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ প্রধান সৈয়দ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার ও ড. খুরশীদা বেগম সাঈদ কমিশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সভায় বক্তব্য দেন।
ড. গোলাম রহমান বলেন, ‘ব্রিটিশ শাসন আমল থেকেই তথ্য না দেওয়ার যে সংস্কৃতি সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের মাঝে তৈরি হয়েছে সেখান থেকে বের হয়ে এসে তথ্য প্রদানের মনোভাব তৈরি করতে হবে।’
প্রধান তথ্য কমিশনার বলেন, ইতোমধ্যে তথ্য কমিশন হতে ৬৪টি জেলা ও ৮১টি উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে ও জনঅবহিতকরণ সভার আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, জনসচেতনতা সৃষ্টিতে টিভি ফিলার সহ অন্যান্য প্রচার উপকরণ তৈরি করা হয়েছে, যা বিভিন্ন সময় রেডিও, টেলিভিশন ও পত্রপত্রিকায় প্রচার করা হচ্ছে। কিন্তু এই উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন ব্যাপক প্রচার কার্যক্রম। তিনি বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও পত্রিকাকে সামাজিক দায়বদ্ধতা থেকে তথ্য আধিকার আইন প্রচারে এগিয়ে আসার আহ্বান জানান।
আমন্ত্রিত অতিথিরা তথ্য অধিকার আইনের সাথে জনসম্পৃক্ততা বাড়াতে জেলা-উপজেলা পর্যায়ে ইনফো ক্লাব গঠনের পরামর্শ দেন। এ ছাড়া সোসাল মিডিয়ার মাধ্যমে ও তথ্য মেলার মাধ্যমে তথ্য অধিকার আইন প্রচারের কথাও বলেন। বিভিন্ন প্রশিক্ষণ সেন্টারের মাধ্যমে তথ্য অধিকার আইন বিষয়ে প্রশিক্ষণ প্রদানের পরামর্শও প্রদান করেন অতিথিরা। এনজিও কর্মীদের মাধ্যমে এই আইন প্রচারের উদ্যোগ গ্রহণ করা যেতে পারে বলে মত প্রকাশ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অতিথিরা বলেন তথ্য কমিশনের একটি নির্দিষ্ট যোগাযোগ কৌশল থাকা প্রয়োজন এবং গণমাধ্যমকে আরো সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য মত প্রকাশ করেন।