ঢাকা, ২৫ জুলাই ২০১৬ : রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ দেশের বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষগুলোকে নিজেদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন যাতে তারা সন্ত্রাসী ও জঙ্গী কর্মকান্ডে জড়িয়ে না যায়।
তিনি শিক্ষার্থীদের অসামাজিক কর্মকান্ড থেকে দূরে রাখতে তাদের জন্য কাউন্সেলিং-এর ব্যবস্থা রাখার পরামর্শ দেন।
আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য আবদুল হামিদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মিজানউদ্দিন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম আলাদাভাবে সৌজন্য সাক্ষাৎ করতে এলে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।
উপাচার্যদের সাথে আলাপকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ বিশ্ববিদ্যালয়গুলোকে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার নির্দেশ দেন যাতে শিক্ষার্থীরা আন্তর্জাতিক পরিমন্ডলে প্রতিযোগিতা করতে পারে।
সাক্ষাৎকালে অধ্যাপক সাইফুল ইসলাম তাকে বুয়েট-এর উপাচার্য পদে নিযুক্ত করায় রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান এবং দায়িত্ব পালনকালে তিনি রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।
অন্যদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের আগামী সমাবর্তনে সভাপতিত্ব করার জন্য আমন্ত্রণ জানান।
রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিববৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।