ঢাকা, ১৯ জুলাই ২০১৬ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়নের জন্য ক্ষুদ্র ঋণ কর্মসূচির বিকল্প নেই।
তিনি বলেন, ক্ষুদ্র ঋণ কর্মসূচি সঠিকভাবে পরিচালনার মাধ্যমে দেশের সাধারণ মানুষের দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, ক্ষুদ্র ঋণ কর্মসূচির সুফলকে সঠিকভাবে কাজে লাগাতে কার্যকরী ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের জন্য বিআরডিবি’র বোর্ড সদস্যসহ সংশ্লিস্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি আজ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র ৪৬তম বোর্ড সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মশিউর রহমান রাঙ্গাঁ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. প্রশান্ত কুমার রায়সহ বোর্ডের সদস্য ও কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভায় বিআরডিবি’র বিগত বছর সমূহের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।