যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা : সকলকে শান্ত থাকার আহ্বান ওবামার

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা : সকলকে শান্ত থাকার আহ্বান ওবামার

obamaওয়াশিংটন, ১৭ জুলাই ২০১৬ : যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে রোববার পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
এই ঘটনায় অন্তত তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে।
ওবামা বলেন, ‘ন্যায় বিচারের প্রতি আমি আন্তরিক এবং এর সঙ্গে আমার একাত্মতা রয়েছে।’
তিনি সোমবার রাতে বলেন, ‘এই মুহুর্তে সবারই উচিত কথা ও কাজে মনোযোগী হওয়া যা দেশকে বিভক্তের বদলে ঐক্যবদ্ধ করবে।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের এখন শান্ত থাকা উচিত।’
লুইজিয়ানা অঙ্গরাজ্যের ব্যাটন রুজে পুলিশ সদর দফতরের কাছেই হামলার এ ঘটনা ঘটে। গেভিন লং নামের এক তরুণ এ হামলা চালায় বলে জানা গেছে। তিনি একজন আফ্রিকান-আমেরিকান।
তিনি মার্কিন নৌবাহিনীতে পাঁচ বছর কাজ করেন। পুলিশের গুলিতে তিনিও নিহত হন।
আফ্রিকান-আমেরিকানদের ওপর পুলিশের আচরণের ব্যাপারে অভিযোগ করে তিনি ইন্টারনেটে একটি ভিডিও পোস্ট করেন।
এর আগে প্রত্যক্ষদর্শীরা জানান, মুখোশধারী এক ব্যক্তিকে তারা নির্বিচারে গুলি করতে দেখেছেন।
গুলিতে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহতও হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ একজন বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
দু সপ্তাহ আগে এই শহরে এ্যাল্টন স্টার্লিং নামে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে পুলিশ ধরে মাটিতে ফেলে দেবার পর তাকে গুলি করে হত্যা করে।
এ ঘটনাকে কেন্দ্র করে সেখানে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।
এর প্রতিবাদে ডালাস শহরে বিক্ষোভ চলার সময় একটি উঁচু ভবন থেকে পুলিশের ওপর ‘প্রতিশোধমূলকভাবে’ গুলি চালায় কৃষ্ণাঙ্গ এক সাবেক মার্কিন সেনা সদস্য। এতে পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হয়। পরে ওই বন্দুকধারীও নিরাপত্তাকর্মীদের গুলিতে নিহত হয়।
সর্বশেষ এই ঘটনার পর ব্যাটন রাজ্যের মেয়র কিপ হোল্ডেন সবাইকে শান্ত থাকার এবং নিহতদের জন্য প্রার্থনা করার আহবান জানিয়েছেন।

অন্যান্য আন্তর্জাতিক