২০১৯ সালের আগে দেশে আগাম কোন জাতীয় নির্বাচন নয় : মোহাম্মদ নাসিম

২০১৯ সালের আগে দেশে আগাম কোন জাতীয় নির্বাচন নয় : মোহাম্মদ নাসিম

nasimসিলেট, ১১ মে ২০১৬ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যত চক্রান্ত আর ষড়যন্ত্র হোক না কেন, এদেশে আগাম কোন জাতীয় নির্বাচন হবে না। নির্বাচন হবে ২০১৯ সালে।
তিনি আজ সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ইফতেখার হোসেন শামীমের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের প্রতিটি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।
তিনি বলেন, বর্তমান সফল প্রধানমন্ত্রী জীবনের ঝুঁকি নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করতে চায়। কেউ ভাবেনি এদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকান্ডের বিচার হবে। যুদ্ধাপরাধীদের বিচার হবে। শেখ হাসিনার সাহসী ভূমিকায় এসব বিচারের রায় কার্যকরের মধ্য দিয়ে দেশ কলঙ্কমুক্ত হচ্ছে।
মোহাম্মদ নাসিম বলেন, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সকল হুমকি-ধামকি উপেক্ষা করে এসব খুনীদের বিচার কাজ চালিয়ে নিচ্ছেন।
তিনি বলেন, এদেশে খুনীদের কোন ঠাঁই নেই। এটি স্বাধীনতা, মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধুর বাংলাদেশ।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ইফতেখার শামীম স্মৃতি সংসদের আহবায়ক বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মশাহিদ আলীর পরিচালনায় স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, আওয়ামী লীগের উপ-সম্পাদক আজিজুজ সামাদ ডন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সামাদ আজাদ স্মৃতি পরিষদের সদস্য সচিব আ ন ম শফিকুল হক।
স্মরণ সভায় স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীম সম্পর্কে স্মৃতিচারণ করেন। এসময় তিনি সিলেটের ঐতিহ্যবাহী কোর্ট পয়েন্টকে শামীম চত্বর নামে নামকরণের ঘোষণাটি দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। এ ব্যাপারে তিনি সর্বাত্মক সহযোগিতা করারও আশ্বাস দেন।
এরআগে মন্ত্রী দুপুর পৌনে ১টায় বিমানযোগে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করেন এবং হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন।

অন্যান্য জেলা সংবাদ বাংলাদেশ