সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর নির্মাণকাজ প্রত্যাশিত গতিতে এগিয়ে চলছে। এ পর্যন্ত কাজের সামগ্রিক অগ্রগতি হয়েছে ৩৩ শতাংশ।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পদ্মা সেতু প্রকল্পের সার্ভিস এরিয়ার সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, আগামী মে মাস থেকে কাজের গতি আরো বৃদ্ধি করা হবে। সেতুর ৯টি পাইল স্থাপনের কাজ শেষ হয়েছে।
তিনি বলেন, পদ্মা সেতুর বিষয়ে যাতে অতিকথন না হয় এজন্য প্রতি ২ মাস অন্তর কাজের অগ্রগতি সাংবাদিকের অবগত করা হবে।