প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, দেশের আরো উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে সকলকে ধৈর্য ও সহিষ্ণুতার সঙ্গে বসবাস করতে হবে। কারণ শান্তিপূর্ণ পরিস্থিতি ছাড়া উন্নয়ন সম্ভব নয়। গত এক বছর দেশে শান্তিপূর্ণ অবস্থা বজায় থাকায় জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক শূন্য ৫ শতাংশের বেশি এবং মাথাপিছু আয় ১ হাজার ৪৬৬ ডলারে দাঁড়িয়েছে। গত বৃহস্পতিবার গণভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে তিনি আরো বলেন, বর্ষবরণে ধর্মীয় কোন বাধা-নিষেধ নেই। সবাইকে ধর্মীয়ভাবে সহনশীল হতে হবে। সহনশীলতা শান্তি আনে। মুক্তচিন্তার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত সহ্য করা হবে না। পহেলা বৈশাখ উদযাপনে যারা বাধা সৃষ্টির চেষ্টা করে তারা আদৌ কোনো ধর্মের অনুসারী কি না আমার সন্দেহ রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশে শান্তি বজায় থাকায় প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীও এখন ব্যাপক উত্সাহ ও উদ্দীপনার সঙ্গে বাংলা নববর্ষ উদযাপন করছে। আমাদের দেশের মানুষের উত্সবের জন্য শুধু উপলক্ষ লাগে। তারা বিপুল উত্সাহ-উদ্দীপনায় ঈদ, পূজা এবং পহেলা বৈশাখ উদযাপন করে। সমাজের চিহ্নিত অপশক্তি যারা চিরাচরিত উত্সবকে ধর্মের সঙ্গে মিলিয়ে ফেলে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করে তাদের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, যারা ধর্মের নামে এসব উত্সব উদযাপন বন্ধ করার হুমকি দেয় তারা প্রকৃতপক্ষে ধর্মকেই অবমাননা করে। তিনি বলেন, ধর্মের নামে বাড়াবাড়ি করে এদের কেউ কেউ বোমা মেরে মানুষ পর্যন্ত হত্যা করেছে এবং হত্যার হুমকি দিচ্ছে। তারা আসলে আমাদের শান্তির ধর্ম ইসলামকে ক্ষতিগ্রস্ত করে অন্যদের এ সম্পর্কে কথা বলার সুযোগ করে দিচ্ছে।
শেখ হাসিনা বলেন, এটা দুর্ভাগ্যজনক কতিপয় ব্যক্তি বা দল অন্য ধর্মের সমালোচনা করে যদিও ইসলামে এ সম্পর্কে স্পষ্ট বলা হয়েছে-যার যার ধর্ম-কর্ম সে সে পালন করবে এবং অন্যের ধর্মমতে কোনোভাবেই আঘাত করা যাবে না।
এর আগে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে বাংলা নববর্ষ ১৪২৩ এর শুভেচ্ছা জানান। পরে দলের নেতা-কর্মীদের দেশীয় ফলমূল, পিঠা, মুড়ি, নাড়ু, কদমা, জিলাপী এবং বিভিন্ন মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করা হয়। আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, অ্যাডভোকেট সাহারা খাতুন, সতীশ চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা মুহম্মদ ফারুক খান, ড. আব্দুস সোবহান গোলাপ এ সময় উপস্থিত ছিলেন।
ফুল ও মিষ্টি পাঠিয়ে মুক্তিযোদ্ধাদের প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পহেলা বৈশাখ উপলক্ষে সারা দেশের মুক্তিযোদ্ধাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। এ উপলক্ষে তিনি তাদের প্রতি শুভেচ্ছার নিদর্শন হিসেবে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছে ফুল, ফল ও মিষ্টি পাঠান। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস)-১ জাহাঙ্গীর আলম, এপিএস-২ সাইফুজ্জামান শিখর ও প্রটোকল অফিসার খুরশীদ-উল-আলম বৃহস্পতিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছে এসব উপহার হস্তান্তর করেন।