যশোর অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী আকতার হোসেনকে (৩৮) শনিবার জেলহাজত থেকে বেনাপোল বন্দর থানায় পুলিশি রিমান্ডে আনা হয়েছে।
আকতার বেনাপোল পৌরসভার গাজিপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, আকতারের বিরুদ্ধে বেনাপোল বন্দর থানায় হত্যা, চুরি, চাঁদাবাজির মামলাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে।
তিনি জানান, আকতার পুটখালি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক খালেক হত্যা মামলার (মামলা নম্বর-১২, তাং-০৭/০১/১২) প্রধান আসামি। এর আগেও তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
বেনাপোল ও শার্শা এলাকায় সংঘটিত আর কোনো অপরাধের সঙ্গে তিনি জড়িত কি না এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের কাছে পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়। পরে শনিবার আদালত দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বেনাপোল-শার্শা অঞ্চলে সম্প্রতি ঘটে যাওয়া হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকা-ের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে বাংলানিউজকে জানান ওসি।