সাতক্ষীরার গোবরদাড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত ৬ জনের মধ্যে গুরুতর আহত মুজিবর রহমান মারা গেছেন। রোববার সকালে খুলনা ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মুজিবর রহমান গোবরদাড়ি গ্রামের মৃত. আফসার উদ্দিনের ছেলে।
নিহত মুজিবর রহমানের ভাতিজা ইমরান হোসেন শিমুল হোসেন জানান, চাচা মুজিবর রহমান ও আজিজুর রহমানসহ চারজন প্রতিবেশী গোবরদাড়ি গ্রামের তবিবুর রহমানের নিকট থেকে গত বছর ৮ শতক ধানের জমি ক্রয় করে। এরপর থেকে জমি তাদের ভোগ দখলে থাকে। শুক্রবার সকালে হঠাৎ তবিবুর রহমানের নেতৃত্বে ৭/৮ জন জমিতে ধান রোপণ করতে যায়। এতে বাঁধা দিলে তবিবুর ও মিজানুরের নেতৃত্বে অতর্কিত হামলা চালিয়ে মুজিবর রহমানসহ ৬ জনকে কুপিয়ে মারাত্মক জখম করে। আহত মুজিবর রহমানের অবস্থার অবনতি হলে তাকে খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রোববার সকালে তার মৃত্যু হয়। আহত অপর পাঁচজন সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ জানান, অপরাধীদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।