দীর্ঘদিন পর ফিরে আবার বয়কট করলেও ৯০ দিনের মধ্যে আবার সংসদে যোগ দেবে বিএনপি- এ কথা বলেছেন আওয়ামী লীগ নেতা মতিয়া চৌধুরী।
সমুদ্র সীমা নিয়ে আইনি লড়াইয়ে জয় এবং বিএনপি সরকারের ‘পতন’ দিবসে শুক্রবার আওয়ামী লীগের শোভাযাত্রার আগে বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশে একথা বলেন তিনি।
তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগসহ অন্য রাজনৈতিক দলগুলোর আন্দোলনের মুখে ১৯৯৬ সালের ৩০ মার্চ খালেদা জিয়ার সরকার পদত্যাগ করেছিল, যা আওয়ামী লীগের কাছে ‘স্বৈরাচারের পতন দিবস’।
সমুদ্রসীমা নিয়ে বাংলাদেশ-মিয়ানমারের বিরোধে গত ১৪ মার্চ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায় বাংলাদেশের পক্ষে আসে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া বলেন, “টাকার মায়া ছাড়তে পারেননি বলেই ৯০ দিন শেষ হওয়ার আগেই সংসদে গিয়ে দাড়ি-কমা ছাড়া একটি ধারাপাত বিরোধীদলীয় নেতা পাঠ করে এসেছেন।
“জনতাকে স্বাক্ষী রেখে বলছি, ৯০ দিন ফুরানোর আগে আবার তারা সংসদে যাবেন।”
টানা ৭৭ কার্যদিবস বর্জনের বর্তমান সংসদের দ্বাদশ অধিবেশনে ফেরে বিরোধী দল। আইন অনুযায়ী, ৯০ দিন অনুপস্থিত থাকলে সংসদ সদস্যপদ খারিজ হয়।
দীর্ঘদিন পর ফিরলেও বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিন আবার সংসদ বর্জন করে বিএনপি, যা নিয়ে উষ্মা প্রকাশ করেন স্পিকার আবদুল হামিদও।
বিএনপি অবশ্য বলছে, আইএসআইয়ের কাছ থেকে অর্থ ‘নেওয়া’ সম্পর্কিত সব বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ না দেওয়া হলে তারা সংসদে যাবে না।
বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে ঢাকা মহানগর আওয়ামী লীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনার ছবি সম্বলিত বিভিন্ন ব্যানার-ফেস্টুন এবং নানা রঙের প্ল্যাকার্ডসহ মিছিল নিয়ে ঢাকার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা এই শোভাযাত্রায় অংশ নেন।
দলীয় কার্যালয় শুরু হওয়া এই শোভাযাত্রা সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেওয়া অনেকের হাতে ছিল দলীয় পতাকা, অনেক শিশু ছিল মুক্তিযোদ্ধার সাজে।
শোভাযাত্রার আগে সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সমুদ্র সীমার লড়াইয়ে জয়ে সরকারের প্রশংসার পাশাপাশি বিএনপির এই সময়ের কার্যক্রমের সমালোচনা করেন।
মতিয়া বলেন, সমুদ্র বিজয়ের মধ্য দিয়ে শেখ হাসিনা আইনি ও কূটনৈতিক লড়াইয়ের মাধ্যমে আরেকটি বাংলাদেশ উপহার দিয়েছেন।
“বিরোধী দলের সব ষড়যন্ত্র বানচাল করে জনতার রায় নিয়ে শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবে। সমুদ্রসীমা নিয়ে ভারতের সঙ্গে আরেকটি মামলায় জয়লাভ করবে,” আশাবাদ মতিয়ার কণ্ঠে।
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে ‘পাকিস্তানের এজেন্ট’ আখ্যায়িত করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বলেন, “খালেদা জিয়া বর্তমান নির্বাচিত সরকারের পতন ঘটাতে ষড়যন্ত্র করছেন। আইএসআইয়ের টাকা খেয়ে যুদ্ধাপরাধীদের বাঁচানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।”
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ প্রমুখ।