মহেশখালীতে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

মহেশখালীতে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ওসমান গণিকে গুলি করে হত্যা করেছে দুস্কৃতীরা।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত বড়–য়া জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার পর কালারমারছড়া বাজারের কাছে ওসমান গণিকে গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

“কালারমারছড়া বাজারের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় ওসমান গণির অফিস। রাতে তিনি অফিস থেকে বের হলে খুব কাছ থেকে তাকে গুলি করা হয়।”

ওসমান গণি কালারমারছড়ার ইউনিয়নের মোহাম্মদ শরীফের ছেলে।

কারা কেন তাকে হত্যা করেছে সে বিষয়ে কিছু জানাতে না পারলেও ওসি বলেন, পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে।

অবশ্য স্থানীয় বাসিন্দারা বলছেন, ওসমান গণির প্রতিপক্ষের সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাদের দাবি, ওসমান নিজের অফিস থেকে বের হওয়ার পর দুস্কৃতীরা তার মাথায় গুলি করে। তিনি লুটিয়ে পড়লে দা দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়। এরপর ফাঁকা গুলি ছুঁড়তে ছুঁড়তে ওই এলাকা ত্যাগ করে সন্ত্রাসীরা।

১৯৯১ সালে কালারমারছড়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর পাঁচ বছর দায়িত্ব পালন করেন ওসমান। এরপর সর্বশেষ নির্বাচনে মীর কাশেম চৌধুরীর কাছে পরাজিত হন তিনি।

বর্তমান চেয়ারম্যানের সঙ্গে বেশ কিছুদিন ধরে ওসমানের বিরোধ চলছিল বলে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা জানান।

এ বিষয়ে কথা বলার জন্য কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর কাশেম চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

রাজনীতি