ভারতে মঞ্চস্থ হবে জনপ্রিয় নাটক লালজমিন

ভারতে মঞ্চস্থ হবে জনপ্রিয় নাটক লালজমিন

4008ভারতের বালুরঘাট নাট্যমন্দিরে মঞ্চায়ন হতে যাচ্ছে শুন্যনের প্রযোজনায় জনপ্রিয় একক নাটক ‘লালজমিন’। বালুরঘাট নাট্যকর্মী আয়োজিত নাট্যমেলায় অংশগ্রহণ করতে রোববার (২৪ জানুয়ারি) রাত ১০টায় ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে ‘লালজমিন’ নাটকের কলাকুশলীরা।

সেখানে আগামী বুধবার (২৭ জানুয়ারি) ৭টা ৪৫মিনিটে নাটকটি মঞ্চস্থ হবে। এরপর ২৯ জানুয়ারি ঢাকায় ফিরবে লাল জমিনের দল।

স্বনামধন্য অভিনেত্রী মোমেনা চৌধুরীর একক অভিনয়ের ‘লালজমিন’ নাটকটি লিখেছেন মান্নান হীরা। নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। পোশাক পরিকল্পনা করেছেন ওয়াহিদা মল্লিক। সংগীত পরিকল্পনা করেছেনে জুলফিকার চঞ্চল ও রামিজ রাজু। সংগীতে কন্ঠ দিয়েছেন বারী সিদ্দিকী, রামিজ রাজু, নীলা সাহা।

মঞ্চায়নের নেপথ্য কারিগররা হলেন ওয়াহিদা মল্লিক, জুলফিকার চঞ্চল, রামিজ রাজু, নীলা সাহা, আতিকুল ইসলাম, আতিকুর রহমান, মীর্জা শাকিব, মোসাম্মৎ মমতাজ, জুয়েল মিজি, তানভীর সানি ও নিথর মাহবুব।

প্রসঙ্গত, ১৯ মে ২০১১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমন্ডলে ‘লালজমিন’ এর প্রথম মঞ্চায়ন হয়। মুক্তিযুদ্ধে একজন কিশোরীর অংশগ্রহণ, গল্পের অগ্রগতির সঙ্গে সঙ্গে যুদ্ধের ভয়াবহতা, মেয়েটির ত্যাগ- সবশেষে স্বাধীনতা অর্জন দর্শকদের এক নতুন অভিজ্ঞতার সম্মুখে দাঁড় করিয়ে দেয় ‘লালজমিন’।

বিনোদন