পরিবেশ অধিদফতর কর্তৃক জ্বালানিতে কাঠ ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকলেও তা মানছেন না সাতক্ষীরার কোনো ইটভাটার মালিক। ইটভাটায় কাঠ ব্যবহারের ফলে কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ। এক্ষেত্রে বিকল্প জ্বালানি হিসেবে পরিবেশ অধিদফতর কর্তৃক কয়লা ব্যবহারের নির্দেশনা থাকলেও আইনের প্রয়োগ না থাকায় মানছেন না কেউই।
সরেজমিনে বেশ কয়েকটি ইটভাটায় দেখা যায়, অবাধে কাঠ পোড়ানো হচ্ছে। কাঠ পোড়ানোর কাজে নিয়োজিত শ্রমিকরা বলেন, ভাটা ম্যানেজার জানেন আর ম্যানেজার বলেন, সবকিছু ম্যানেজ করেই করতে হয়।
অন্যদিকে ভাটা মালিক বলেন, আমাদের ভাটাই কোনো কাঠই পোড়ানো হয় না। তবে বাস্তবতা প্রত্যেক ভাটাতেই রয়েছে কাঠ। যা ইট পোড়ানোর কাজে ব্যবহৃত হচ্ছে।
সাতক্ষীরার বিনেরপোতা এলাকার ইটভাটা মালিক শহিদুল ইসলাম আস্ফালন করে বলেন, নিউজ করে কি হবে ? আপনি কি নিউজ করে কাঠ পোড়ানো বন্ধ করতে পারবেন ? আমাদের কাজ সংবাদ পরিবেশন করা বন্ধ করার দায়িত্ব আমাদের না, এমন প্রতিউত্তরে তিনি আরও বলেন, বন্ধই যখন করতে পারবেন না তখন নিউজ করা বাদ দেন।
তবে এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এএফএম এহতেশামুল হক বলেন, আমাদের ম্যাজিস্ট্রেট সঙ্কট রয়েছে। একজন ম্যাজিস্ট্রেট দিয়ে জেলায় অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে যদি কোনো ভাটায় কাঠ পোড়ানো হয় তবে অবশ্যই সে ভাটা মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।