রোববার ফের উৎপাদনে যাচ্ছে ভোলার গ্যাসভিত্তিক বিদ্যুৎ প্লান্ট

রোববার ফের উৎপাদনে যাচ্ছে ভোলার গ্যাসভিত্তিক বিদ্যুৎ প্লান্ট

দীর্ঘ ৯ মাস বিকল থাকার পর রোববার (১ এপ্রিল) চালু হচ্ছে ভোলার গ্যাসভিত্তিক ৩৪ দশমিক ৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রেন্টাল বিদ্যুৎ প্লান্ট।

মেশিনটি চালু হলে ভোলায় বিদ্যুতের সংকট কমে যাবে বলে আশা করছে স্থানীয়রা। প্লাণ্টাটি চালুর জন্য ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে কারিগরি পরীক্ষার জন্যে এটি পরীক্ষামূলক চালু করা হবে।

শনিবার দুপুরে প্লান্ট ব্যবস্থাপক হাফিজুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, বড় ধরনের যান্ত্রিক ত্রুটির কারণে গত বছরের ১৮ জুলাই ভেঞ্চার এনার্জি লিমিটেডে রেন্টাল বিদ্যুৎ মেশিনটি বিকল হয়ে যায়।

এরপর দীর্ঘ সময় ধরে দেশি-বিদেশি প্রকৌশলীদের মাধ্যমে তা সচল করার চেষ্টা করা হয়। শেষ পর্যন্ত এটি উৎপাদন উপযোগী হয়ে ওঠেছে। এ জন্য বিদেশ থেকে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি কিনতে হয়েছে।

সংশ্লিষ্ট সুত্র জানায়, প্রায় দেড়যুগ আগে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের শাহবাজপুরে গ্যাস আবিস্কৃত হয়।

২০০৮ সালের দিকে জেলা সদরে পাইপ লাইন টেনে ৩৪ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়। ওই গ্যাস থেকেই ভোলার বিদ্যুতের চাহিদা মেটানো হয়। ভোলায় বিদ্যুতের চাহিদা ২২ দশমিক ৫ মেগাওয়াট।

গ্যাসভিত্তিক বিদ্যুতের মাধমেই লোডশেডিংয়ের হাত থেকে রক্ষা পায় ভোলার মানুষ।

এদিকে, বিদ্যুৎ প্লান্ট বিকল ছাড়াও জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ না পাওয়ার কারণে ভোলায় গত ৩ সপ্তাহ ধরে বিদ্যুৎ বিপর্যয় চলে আসছে।

বিদ্যুৎ বিভাগ জানায়, জাতীয় গ্রিডে ত্রুটি থাকায় ভোলায় ২২ দশমিক ৫ মেগাওয়াট চাহিদার বিপরীতে গ্রাহকরা পাচ্ছে মাত্র ৪-৫ মেগাওয়াট বিদ্যুৎ। এরফলে জেলা সদরসহ ৬ উপজেলায় জনদুর্ভোগনেমে আসে।

এ ব্যাপারে ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, ‘১ এপ্রিল প্লান্ট মেশিন চালু হবে বলে কর্মকর্তারা আমাদের মৌখিকভাবে আগেই জানিয়েছিলেন। দু’দিন আগে চিঠির মাধ্যমেও বিষয়টি জানানো হয়।

অর্থ বাণিজ্য