ঝিনাইদহ সদরে র্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের শীর্ষ নেতা বিধান চন্দ্র বিশ্বাস নিহত হয়েছেন।
র্যাবের ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার আব্দুল হামিদ জানান, শনিবার ভোর রাতে র্যাব ও পুলিশের একটি যৌথ টহল দলের সঙ্গে চরমপন্থী দলের বন্দুকযুদ্ধ হয়। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, “সদর উপজেলার সমাসপুর গ্রামের একটি মেহগনি বাগানে শুক্রবার শেষ রাতে গুলির শব্দ শুনে র্যাব পুলিশের একটি যৌথ দল টহলে সেখানে যায়। এ সময় বাগানের ভেতর থেকে চরমপন্থীরা র্যাব-পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে শুরু হয় বন্দুকযুদ্ধ।”
মিনিট দশেক পর গুলি থামলে বাগানের ভেতরে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ভোরে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে র্যাব কর্মকর্তা জানান।
তিনি বলেন, “স্থানীয়রা নিহত ব্যক্তিকে গণমুক্তি ফৌজের কমান্ডার বিধান চন্দ্র বিশ্বাস বলে সনাক্ত করেছে।”
সদর থানার পুলিশ জানায়, মুনুড়িয়া গ্রামের নিরঞ্জন চন্দ্র্র বিশ্বাসের ছেলে বিধান দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ২০টি মামলা রয়েছে।