বিশ্বখ্যাত মূকাভিনেতা ‘মাস্টার অব মাইম’ মার্সেল মার্সোর জন্মবার্ষিকী স্মরণে স্বপ্নদলের মাইমোড্রামা ‘জাদুর প্রদীপ’-এর বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে আগামী ০১ এপ্রিল রবিবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। ‘আরব্য রজনী’-র অমর কাহিনী ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’ অবলম্বনে নির্মিত ব্যতিক্রমী প্রযোজনা এ মাইমোড্রামার কাহিনী-পুনর্বিন্যাস ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
মাইমোড্রামা বা মূকনাট্য হচ্ছে মূকাভিনয় আঙ্গিকে নির্মিত পূর্ণাঙ্গ দৈর্ঘ্যরে নাট্যপ্রযোজনা। বাংলাদেশের নাট্যচর্চায় মাইমোড্রামা একটি অসীম সম্ভাবনাময় অথচ অবহেলিত ক্ষেত্র। দেশে এ পর্যন্ত মাত্র কয়েকটি মাইমোড্রামা নির্মিত হয়েছে। বর্তমান সময়ে ‘জাদুর প্রদীপ’-ই রাজধানীর একমাত্র মাইমোড্রামা।
‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’ কাহিনীটি সুপরিচিত হলেও মাইমোড্রামা হিসেবে উপস্থাপনের জন্যে ‘জাদুর প্রদীপ’-এ এটিকে নতুনভাবে বিন্যাস করা হয়েছে। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ ও কল্যাণপ্রদ শক্তির বিজয়ই এ মাইমোড্রামার মূল সুর।
মাইমোড্রামা ‘জাদুর প্রদীপ’ মঞ্চায়নের ক্ষেত্রে স্বপ্নদলের প্রত্যাশা, প্রচলিত নাট্যচর্চার বিপরীতে দর্শককে নতুনতর অভিজ্ঞতার আনন্দ প্রদান, অভিনেতার শারীরিক সম্ভাবনার অন্তহীন যাত্রার মধ্য দিয়ে আন্তর্জাতিক ভাষা হিসেবে থিয়েটারের সম্ভাবনা যাচাই এবং প্রয়োজনীয় সকল উৎসমুখ বিদ্যমান থাকা সত্ত্বেও বাঙলার নিজস্ব মূকাভিনয়রীতির ধারাবাহিকতা বজায় না থাকার ঐতিহাসিক দায় কিছুটা হলেও মোচন। প্রকৃতপক্ষে এ প্রযোজনায় ঐতিহ্যের ধারাবাহিকতায় বাঙলার নিজস্ব মূকাভিনয় আঙ্গিক ‘বাঙলা মূকাভিনয়রীতি’ নির্মাণের ব্যবহারিক গবেষণাই অন্যতম উদ্দেশ্য ছিল ।
‘জাদুর প্রদীপ’ মাইমোড্রামায় অভিনয় করছেনÑ সুকণ্যা, রেজাউল, মনির, আল-আমিন, শাহীন, সোনালী, সামাদ, শিশির, ইমন, রাকিব, শরীফ, মোস্তাফিজ, শাওন, লাবণী, মিতা, আলো, ঋতু, নাবলু, জাহিদ প্রমুখ।
মূকাভিনয়গুরু মার্সেল মার্সোর ৮৯তম জন্মবার্ষিকী ছিল গত ২২ মার্চ। ঐ দিন স্বপ্নদলের উদ্যোগে মহড়া কক্ষে আনুষ্ঠানিকভাবে তাঁর জন্মদিন পালন করা হয়। এবারে মার্সেল মার্সোর জন্মবার্ষিকী স্মরণে তাঁকে উৎসর্গ করে রছরাধিককাল বিরতির পর মাাইমাড্রামা ‘জাদুর প্রদীপ’-এর বিশেষ মঞ্চায়নের উদ্যোগ নিয়েছে স্বপ্নদল। এ প্রদর্শনীতে সহযোগিতা করছে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশান।