৬২ জনের হাতে ৩৬০ কোটি মানুষের সম্পদ

৬২ জনের হাতে ৩৬০ কোটি মানুষের সম্পদ

1922অতিদরিদ্র ৩৬০ কোটি মানুষের কাছে যে পরিমাণ সম্পদ আছে তা মাত্র ৬২ জন শীর্ষ ধনী ব্যক্তির সম্পদের চেয়েও কম। অর্থাৎ বিশ্বের ৯৯ শতাংশ জনগোষ্ঠীর সম্পদ মাত্র ১ শতাংশ জনগণের কাছে রয়েছে।

রোববার আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফামের এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চলতি সপ্তাহে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের আগে এ প্রতিবেদন প্রকাশ করেছে অক্সফাম।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ধনী ও দরিদ্রদের মধ্যে ব্যবধান বৃদ্ধি পেয়েছে। বিশ্বের জনসংখ্যা ২০১০ সাল থেকে ২০১৫ পর্যন্ত ৪০ কোটি বৃদ্ধি পেয়েছে। এরপরও ৫০ শতাংশ দরিদ্রতম মানুষের সম্পদ ৪১ শতাংশ কমেছে। আর এই সময়ে ৬২ জন অতি ধনীর সম্পদ ৫০০ বিলিয়ন থেকে ১ দশমিক ৭৬ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

এদিকে দাভোসে জড়ো হতে যাওয়া নেতাদের বৈষম্যের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে অক্সফাম।

সূত্র: বিবিসি ও দ্য ইন্ডিপেনডেন্ট।

আন্তর্জাতিক শীর্ষ খবর