শুরুর মতো শেষেও ছিল না বিরোধী দল

শুরুর মতো শেষেও ছিল না বিরোধী দল

বিরোধী দলকে ছাড়াই বৃহস্পতিবার শেষ হয়েছে নবম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন।

৭৭ কার্যদিবস পর ৩৪ কার্যদিবসের এই অধিবেশনের মাঝামাঝিতে সংসদে ফিরেছিল বিরোধী দল, বক্তব্য রেখেছিলেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াও।

তবে স্পিকার আবদুল হামিদ যখন বৃহস্পতিবার সন্ধ্যায় অধিবেশনের সমাপ্তি টানেন, তখন বিরোধী দল ছিল না সংসদে, যা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান স্পিকার।

বিএনপি আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও বিরোধী দলের প্রধান হুইপ বৃহস্পতিবার সকালেই জাতীয় প্রেসক্লাবের সামনে এক কর্মসূচিতে বলেন, আইএসআইয়ের কাছ থেকে অর্থ ‘নেওয়া’ সংক্রান্ত সংসদে দেওয়া সব বক্তব্য স্পিকার কার্যবিবরণী থেকে বাদ না দিলে তারা সংসদে যাবেন না। জয়নুল আবদিন ফারুক গত দুদিনে একাধিক কর্মসূচিতে একই কথা বলেন।

দ্বাদশ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় ২১১ জন সংসদ সদস্য মোট ৫০ ঘণ্টা ২৬ মিনিট বক্তব্য রাখেন। অধিবেশনে উত্থাপিত হয় মোট ২৮টি বিল, এর মধ্যে পাস হয় ১৫টি।

এই অধিবেশনে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে ৩৪০টি নোটিস পাওয়া গেলেও গ্রহণ করা হয় ১৮টি। এর মধ্যে ছয়টি নোটিস নিয়ে আলোচনা হয়।

প্রশ্নোত্তর পর্বে প্রধাানমন্ত্রীর উত্তরদানের জন্য মোট ২১৭টি প্রশ্ন পাওয়া যায়। এর মধ্যে সংসদ নেতা ৭৭টি প্রশ্নের উত্তর দেন। মন্ত্রীদের জবাব দেওয়ার জন্য মোট প্রশ্ন ছিল ৩ হাজার ৯৫৫টি। মন্ত্রীরা জবাব দিয়েছেন ২ হাজার ৬৩৪টি প্রশ্নের।

সংসদের সমাপনী বক্তব্যে স্পিকার সংসদ সদস্যের ভাষা প্রয়োগ ও আচরণে সংযত হওয়ার পরামর্শ দেন। এই অধিবেশনেই সংসদ সদস্য বিশেষ করে বিরোধী দলের সংসদ সদস্যদের অসংযত ভাষা এবং প্রতিপক্ষের দিকে তেড়ে যাওয়া নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন আবদুল হামিদ।

তিনি বলেন, “জনগণের প্রত্যাশা অনুযায়ী মহান জাতীয় সংসদকে সত্যিকার অর্থে কার্যকর ও জনকল্যাণমুখী করার ব্যাপারে সরকারি ও বিরোধী দল নির্বিশেষে সকলের সম্মিলিত প্রয়াসের বিকল্প নেই।

“আমি ঐকাšিন্তকভাবে চাই প্রধান বিরোধীদল জনগণের প্রত্যাশা পূরণে তাদের ইতিবাচক বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে সংসদ অধিবেশনে যোগদান অব্যাহত রাখবেন এবং মূল্যবান অবদান রাখার প্রচেষ্টা চালিয়ে যাবেন।”

৭৭ কার্যদিবস অনুপস্থিতির পর গত ১৮ মার্চ খালেদা জিয়ার নেতৃত্বে সংসদে যোগ দেয় বিরোধী দলের সদস্যরা।

সমাপনী বক্তব্যে সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে আইনি লড়াইয়ে জয়ের কথাও তুলে ধরে একে ‘একটি ঐতিহাসিক ও যুগান্তকারী অর্জন’ বলে আখ্যায়িত করেন স্পিকার।

বিরোধীদল বিহীন শেষ দিনে একমাত্র স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিম স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, “এ সংসদে আপনি যেভাবে দায়িত্ব পালন করছেন, তার জন্য ধন্যবাদ জানাই। আপনি সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন। বিরোধী দলীয় নেত্রীকে ১ ঘণ্টা ৫৭ মিনিট বক্তব্য রাখতে দিয়েছেন।”

তবে এখনো গণতন্ত্রের সঠিক ধারা ফিরে আসেনি বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ রাজনীতি