রেদওয়ান রনির ‘ইশকুল’

রেদওয়ান রনির ‘ইশকুল’

ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা রেদোয়ান রনি এ মুহূর্তে ব্যস্ত সময় কাটাচ্ছেন তার প্রথম ছবি ‘চোরাবালি’ নির্মাণ নিয়ে। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও ভারতের জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল। ছবি নির্মাণ কাজের মাঝেই রেদোয়ান রনি নির্মাণ করেছেন ‘ইশকুল’ নামের একটি ধারাবাহিক নাটক।

২৭ মার্চ থেকে মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে রেদওয়ান রনির রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক ‘ইশকুল’। প্রতি সোম ও মঙ্গলবার রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটকটি।

নাটকের গল্পে দেখা যায়, শিখা নিজের পছন্দে বিয়ে করেন আদনানকে। পরিবার থেকে সেটা মেনেও নিয়েছে। কিন্তু আদনান বিদেশে যাওয়ার পর অনেকদিন তার কোনো খোঁজখবর নেই। এ অবস্থায় শিখা পাবনার ভাঙ্গুরা থানার একটি স্কুলে শিক্ষক হিসেবে যোগ দেন। স্কুলে প্রথম একজন নারী শিক্ষক পেয়ে সবাই যেমন আনন্দিত হন তেমনি কেউ কেউ বেশ কৌতূহলীও হয়ে ওঠেন। কবি আবু হোসেন শিখাকে ফুলের তোড়া আর কবিতা দিয়ে স্বাগত জানান। অপ্রয়োজনে বেশি কথা বলা স্কুলের শিক্ষক জানে আলমও উপযাজক হয়ে যান। স্থানীয় গানের শিক্ষক দেলোয়ার মেয়েদের গান শেখান। আর সুযোগ সুবিধামতো ছাত্রীর সাথে গোপনে অন্যদের চিঠি আদান প্রদান করেন। আসলে যারা তাকে সাহায্যের জন্য বিশ্বাস করে তাদের সাথেই সে বেঈমানি করে। এদিকে এলাকার ডিশ ব্যবসায়ী আলম স্কুলের ছাত্রী সুমিকে পছন্দ করে। প্রতিদিন স্কুলে যাওয়ার পথে সুমিকে নানাভাবে উত্যক্ত করে সে।

অনেক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারুক আহমেদ, রিফাত চৌধুরী, সোহেল খান, সুমাইয়া শিমু, মারজুক রাসেল, স্বাগতা, আশুতোষ সুজন, মিথিলা, আরাবী, সুমন পাটোয়ারি প্রমুখ।

বিনোদন