জাতীয় পার্টির সাবেক নেতার মরদেহ উদ্ধার

জাতীয় পার্টির সাবেক নেতার মরদেহ উদ্ধার

1878রাজধানীর রূপনগর থেকে জাতীয় পার্টির নেতা সৈয়দ মিজানুর রহমান হিমুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রূপনগরের ইস্টার্ন হাউজিং বরইতলা বেড়িবাধ এলাকার একটি প্লট থেকে হিমুর মরদেহটি উদ্ধার করা হয়। হিমু জাতীয় পার্টির অঙ্গসংগঠন জাতীয় ছাত্র সমাজের সাবেক আহ্ববায়ক ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতলুবুর রহমান বলেন, সকাল ১০টায় হিমুর মরদেহ দেখে এলাকাবাসী পুলিশের খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

হিমুর গলায় দাগ ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার মরদেহের পাশ থেকে একটি তার (ক্যাবল) উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, কে বা কারা তাকে হত্যা করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি বলে জানান মোতলুবুর রহমান।

রাজনীতি