চ্যানেল আইতে ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’

চ্যানেল আইতে ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’

চ্যানেল আইয়ের ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানে ৩১ মার্চ থেকে প্রচারিত হবে ২০১২-১৩ সালের আসন্ন বাজেট নিয়ে অনুষ্ঠান ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’। টানা সাত বছরের ধারাবাহিকতায় এ বছর অষ্টমবারের মতো কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ তার ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানের মাধ্যমে শুরু করেছেন তৃণমূল পর্যায়ে বাজেটে কৃষিখাত নিয়ে মুক্ত আলোচনা ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’।

‘হৃদয়ে মাটি ও মানুষ’-এর বিশেষ পর্ব হিসেবে ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’-এরপ্রথম আলোচনাটি ধারণ করা হয়েছে কুমিল্ল¬ সদর দক্ষিণ উপজেলার মোহনপুরের চাঁদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও কৃষি ব্যাংকের চেয়ারম্যান খন্দকার ইব্রাহিম খালেদ। প্রায় আড়াই হাজার কৃষকের উপস্থিতিতে সন্ধ্যা ৭ টা থেকে রাত সাড়ে নয়টা অবধি চলে ওই প্রাক বাজেট আলোচনা।

আলোচনায় কৃষকরা তুলে ধরেছেন কৃষিক্ষেত্রে তাদের বর্তমান সময়ের বড় বড় সংকট ও সমস্যাগুলো। বিশেষ করে তারা উল্লেখ করেন, ডিলার পর্যায়ে ন্যায্য মূল্যে সার না পাওয়া, সরকার প্রতিশ্রুত রাত ১১টা থেকে সকাল ৭ টা পর্যন্ত নির্বিঘœ বিদ্যুৎ না পাওয়া ও দ্রব্যমূল্যের ন্যায্যমূল্য না পাওয়ার কথা। সেই সঙ্গে তারা বিশেষভাবে জোর দিয়েছেন ইপিজেডের কলকারখানার বর্জের কারণে নদীর পানি, কৃষিজমিসহ পরিবেশে মারাত্মক বিপর্যয় নেমে আসার বিষয়ে। অনুষ্ঠানে কুমিল¬ার জেলা প্রশাসক, কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত পরিচালক, উপ পরিচলক, স্থানীয় উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তাসহ জেলা পর্যায়ের কৃষি সংশি¬ষ্ট প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির প্রথম পর্ব প্রচার হবে ৩১ মার্চ রাত সাড়ে ৯টায় ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানে ওই মুক্ত আলোচনার চৌম্বক অংশটি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে পরদিন রবিবার বেলা সাড়ে ১১টায়।

শাইখ সিরাজ ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানের পক্ষ থেকে ২০০৫ সাল থেকে শুরু করেন জাতীয় বাজেটে কৃষকের অংশগ্রহণমূলক কার্যক্রম কৃষি বাজেট কৃষকের বাজেট। গত সাত বছরে দেশের ২৪টি স্থানে মুক্তাঙ্গণে কৃষকদের প্রাক বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এসব আলোচনায় সারাদেশের পঞ্চাশ হাজারেরও বেশি কৃষক অংশ নিয়েছেন। এর ভিত্তিতেই ইতোমধ্যে ছয়বার কৃষকদের দাবি, প্রত্যাশা ও সমস্যা বিশে¬ষণ করে সরকারের কাছে সুপারিশমালা প্রদান করেছেন শাইখ সিরাজ। তিনি জানান, কৃষকদের এই প্রত্যক্ষ চাহিদা মূল্যায়ণ করে বেশ কিছু সুপারিশ সরকার গ্রহণ করেছে। এবার দেশের ছয়টি স্থানে কৃষি বাজেট কৃষকের বাজেট শীর্ষক ওই আলোচনার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

বিনোদন