কোহলির দ্রুততম রানের বিশ্বরেকর্ড

কোহলির দ্রুততম রানের বিশ্বরেকর্ড

1856দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকে পেছনে ফেলে ওয়ানডেতে দ্রুততম ৭ হাজার রানের রেকর্ড গড়লেন দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে কোহলি এই রেকর্ড গড়েন।

রোববার মেলবোর্নে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মাঠে নামার সময় দ্রুততম সাত হাজার রানের বিশ্বরেকর্ড গড়তে কোহলির প্রয়োজন ছিল ১৮ রান। জেমস ফকনারের বলে দারুণ এক বাউন্ডারি হাঁকিয়ে রেকর্ডটি গড়ে ফেলেন ভারতের টেস্ট অধিনায়ক।

১৬১তম ইনিংসে সাত হাজার রান পূর্ণ করেন কোহলি। ৭ হাজার রানের মাইলফলকে পৌঁছতে ডি ভিলিয়ার্সের লাগে ১৬৯ ইনিংস। রোববার ভিলিয়ার্সকে দুইয়ে ঠেলে দিলেন কোহলি। এর আগে দ্রুততম ৫ হাজার ও ৬ হাজার রানের রেকর্ডও গড়েছিলেন কোহলি। অবশ্য পরে দুটি রেকর্ডই ভেঙে দেন হাশিম আমলা। শুধু ৫ ও ৬ হাজারই নয়, ওয়ানডেতে ২ হাজার থেকে ৬ হাজারের সবগুলো মাইলফলকেই সবচেয়ে কম ইনিংসে পৌঁছানোর রেকর্ড সদ্য দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দেয়া আমলা।

তবে হয়তো বেশি দিন দ্রুততম সাত হাজার রানের রেকর্ড নিজের কাছে রাখতে পারবেন না কোহলি। সেই আমলাই হয়তো কোহলির রেকর্ড ভেঙে দিয়ে নতুন রেকর্ড গড়বেন। আপাতত ১২৩ ইনিংস ৬ হাজার ৮ রান করেছেন আমলা। আগামী ৩৭টি ইনিংসে আর ৯৯২ রান করতে পারলেই দ্রুততম সাত হাজার রানের রেকর্ডও গড়বেন প্রোটিয়া তারকা।

খেলাধূলা শীর্ষ খবর