আইএসের হামলায় সিরিয়ায় নিহত ১৩৫

আইএসের হামলায় সিরিয়ায় নিহত ১৩৫

1851সিরিয়ায় সরকারি বাহিনী নিয়ন্ত্রিত একটি শহরে ইসলামিক স্টেটের (আইএস)  হামলায় কমপক্ষে ১৩৫ জন নিহত হয়েছে।  যাদের মধ্যে ৮৫ জন বেসামরিক নাগরিক ও ৫০ সরকারি সেনা নিহত হয়েছে। শনিবার দেইর আল জৌর শহরে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

সিরিয়ায় যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামলায় ৮৫ জন বেসামরিক নাগরিক ও ৫০ সরকারি সেনা নিহত হয়েছে। তবে সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা জানিয়েছে, বাঘালিয়া এলাকায় হামলায় প্রায় ৩০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

সিরিয়ার স্থানীয় সমন্বয় কমিটি (এলসিসি) বলেন, শনিবার সন্ধ্যার দিকে সরকারি সেনাদের ওপর হামলা চালায় আইএস। ওই সময় শহরে একটি গাড়িবোমা হামলাও চালায় আইএস। জবাবে আইএসের ওপর বিমান হামলা ও তীব্র গোলাবর্ষণ করে সরকারি বাহিনী ।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, শহরের ৬০ শতাংশ এলাকার দখল এখনো আইএসের হাতে রয়েছে।

আন্তর্জাতিক শীর্ষ খবর