লম্বা বিরতির পর গোড়ালির চোটি কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন অস্ট্রেলিয়ার বোলার প্যাট কামিন্স। আগামী সপ্তাহে কুইন্সল্যান্ড সিরিজের জন্য অস্ট্রেলিয়া ক্রিকেট (সিএ) ঘোষিত অনূর্ধ্ব-১৯ দলে অন্তর্ভুক্ত হয়েছেন এই তরুণ পেসার।
চোটাক্রান্ত হওয়ার আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক টেস্টেই বাজিমাত করেন কামিন্স। সাত উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন ১৮ বছর বয়সী এই ক্রিকেটার। এরপর গত নভেম্বরে চোটাক্রান্ত হয়ে মাঠের বাইরে চলে যান।
আগস্টে অস্ট্রেলিয়ায় বসবে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। আপাতত বিশ্বকাপে খেলার জন্য ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণের মধ্যদিয়ে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন কামিন্স। অবশ্য এর আগে বল হাতে মাঠে নামেন দেশের মাটিতে অনুষ্ঠিত হওয়া চার জাতি সিরিজে। ৫ থেকে ১৫ এপ্রিল আয়োজিত সিরিজে স্বাগতিক অস্ট্রেলিয়াসহ খেলবে ইংল্যান্ড, ভারত ও নিউজিল্যান্ড।