৫০ হাজার নারীকে আইটি প্রশিক্ষণ দেবে সরকার

৫০ হাজার নারীকে আইটি প্রশিক্ষণ দেবে সরকার

1701নারীর আত্মকর্মসংস্থানের ক্ষেত্র আরো সম্প্রসারিত করতে আগামী তিন বছরে ৫০ হাজার নারীকে আইটি প্রশিক্ষণ দেবে সরকার। এ লক্ষ্যে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ল্যাব চালু করতে যাচ্ছে সরকার।

টানা দ্বিতীয় মেয়াদে সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার আগারগাঁওস্থ বিসিসি মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কার্যক্রমের উপর ‘মিড দ্য প্রেস’ অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ছয়টি বাসে এ অত্যাধুনিক প্রশিক্ষণ ল্যাব স্থাপন করা হচ্ছে। বাসগুলো সারাদেশে ভ্রমণ করে শিক্ষিত নারীদের আইটি প্রশিক্ষণ দেবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, রবি এবং চীনের আইসিটি সলিউশন সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠান হুয়াওয়ে বাংলাদেশ লি. এর যৌথ উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হবে।

বিজ্ঞান প্রযুক্তি