ফ্রান্সে সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেফতার ১৯

ফ্রান্সে সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেফতার ১৯

ইসলামপন্থি চরমপন্থিদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ১৯ ব্যক্তিকে গ্রেফতার করেছে ফরাসি বিশেষ পুলিশ বাহিনী। শুক্রবার ভোরে সাম্প্রতিক হত্যাকাণ্ডের জন্য আলোচিত তুলুস ও অন্যান্য শহরে একযোগে এ অভিযান পরিচালনা করে ফরাসি কমান্ডো পুলিশ।

তুলুসসহ ফ্রান্সের নান্তেস, লা মানস এবং প্যারিসের বিভিন্ন অবস্থানে পুলিশ কমান্ডো ইউনিটের সদস্যরা এ অভিযান পরিচালনা করে বলে জানিয়েছেন পুলিশের একজন মুখপাত্র।

এদিকে এ অভিযান প্রসঙ্গে ইউরোপ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি ১৯ ব্যক্তিকে গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন। অভিযানে একটি কালাশনিকভ রাইফেল উদ্ধার করা হয় বলে জানান তিনি।

এ সময় সারকোজি ইসলামপন্থি চরমপন্থিদের সঙ্গে সংশ্লিষ্ট আরো সন্দেহভাজনদের গ্রেফতার করা হবে জানিয়ে আগামী এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচনের আগে সন্ত্রাসবিরোধী নতুন আইন পাস করা হবে বলেও অঙ্গীকার করেন।

ফ্রান্সের তুলুস শহরে সংঘটিত হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় ফরাসি সরকার এ অভিযান পরিচালনা করেন। ২৩ বছর বয়সী যুবক মোহাম্মদ মেরাহকে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয়। চলতি মাসের মাঝামাঝি সময়ে মনতৌ ও তুলুস শহরে সংঘটিত তিনটি পৃথক ঘটনায় তিন সেনা ও তিন ইহুদি শিশুসহ মোট সাতজন নিহত হন।

ফ্রান্সের পুলিশ এ ঘটনায় অভিযুক্ত মেরাহকে আটক করতে গেলে পুলিশের গুলিতে নিহত হন তিনি। পুলিশ পরবর্তীতে তার ভাইকে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করে।

এদিকে অভিযুক্ত মেরাহকে তুলুসের একটি মুসলিম কবরস্তানে বৃহস্পতিবার দাফন করা হয়। শহরের মেয়রের আপত্তি সত্ত্বেও তাকে দাফন করা হয় এখানে।

আন্তর্জাতিক