দেশের সবচেয়ে বড় ব্যান্ডিং প্রতিযোগিতা ‘আইবিএ-রবি ব্যান্ডউইটজ-২০১২’-এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রসাশন ইন্সটিটিউটের (আইবিএ) দল ‘আনটাইটেলড’। এতে প্রথম রানার্সআপ হয়েছে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের দল ‘মেগামাইন্ড’ এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’র (বিউপি) দল ‘ওশ্যান’।
প্রতিযোগিতার গ্রান্ড ফাইনাল শুক্রবার রাতে রাজধানীর রেডিসন ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী দলকে ১ লাখ, প্রথম রানার্সআপ ৫০ হাজার এবং দ্বিতীয় রানার্সআপকে ৩০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়।
চতুর্থবারের মতো অনুষ্ঠিত হওয়া এ প্রতিযোগিতায় এবার সর্বোচ্চ ১৫টি বিশ্ববিদ্যালয়ের ৩৬টি পৃথক দল অংশগ্রহণ করেছিল। এই বছর ৪ রাউন্ডের প্রতিযোগিতার প্রতিটি রাউন্ড ছিল অন্যগুলোর চেয়ে অধিক চ্যালেঞ্জিং এবং প্রতিযোগিতাপূর্ণ।
ব্রান্ডিং-এর বুদ্ধিবৃত্তিক চর্চায় অংশগ্রহণ এবং ভবিষ্যৎ ব্রান্ডিং মাস্টার হিসেবে নিজেদের যোগ্যতা প্রমাণে তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে আইবিএ কমিউনিকেশন ক্লাব (আইবিএসিসি) রবির সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিজনেস স্কুলগুলো থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
গ্রুপ পর্বের তীব্র প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে শীর্ষ ৬টি দল মর্যাদাপূর্ণ এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে লড়াই করে।
এই পর্বের প্রতিযোগী ৬টি দল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) দুটি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দুটি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর দুটি দল।
ব্যবসার বিভিন্ন বিষয়কে বুঝলে সাধারণ পণ্যগুলোকে সামাজিক প্রচারণার মাধ্যমে সহজেই ব্রান্ডে পরিণত করা যায় । এজন্য শিক্ষার্থীদের মধ্য থেকে ব্রান্ড মাস্টার তৈরি করাই এ প্রতিযোগিতার মূল লক্ষ্য।
অনুষ্ঠানে আইবিএ’র পরিচালক অধ্যাপক জিএম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রবি’র প্রধান মার্কেটিং কর্মকর্তা প্রদীপ শ্রীবাস্তব, আইবিএ’র প্রভাষক সায়েদা মারুফা বাশার ও খালেদ মাহমুদ, রবি’র ব্রান্ড ও কমিউনিকেশন্স ম্যানেজার মাসুদুল আমিন রিন্টু এবং মিডিয়া অ্যান্ড পিআর ম্যানেজার মোবাশ্বের আনোয়ার আজমীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতা তৈরিতে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে উপস্থাপনের বিষয় নির্ধারিত ছিলো ‘পরিবেশবান্ধব জীবনযাপনে উদ্বুদ্ধকরণ’। এ পর্বে বিচারক মণ্ডলীর দায়িত্ব পালন করেন রবি’র ব্রান্ড ও মার্কেট কমিউনিকেশন বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জাবিদ আহসান, বিএটিবি’র কোরা বিভাগের প্রধান জাহিদ হাই এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রজেক্টের প্রধান তাপস রঞ্জন চক্রবর্তী।
শিক্ষার্থীদের জন্য নিজেদের যোগ্যতা প্রদর্শন ও কর্পোরেট জগতে প্রবেশের অনন্য এক সুযোগ এ ব্যান্ডউইট্জ প্রতিযোগিতা। দেশের বাণিজ্য শিক্ষায় নতুন মাত্রা যোগ করার পাশাপাশি এ প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের মধ্যে সামাজিক দায়বদ্বতা সম্পর্কেও ধারণা তৈরি করতে সহায়তা করবে। এটি তরুণ প্রজন্মকে ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে উদ্বুদ্ধ করবে।