মানবতাবিরোধী অপরাধের অভিযুক্তদের চলমান বিচার প্রক্রিয়া নিয়ে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর শুরু হওয়া এ আলোচনা বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলে।
বৈঠক সম্পর্কে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেছেন, ‘বৃহস্পতিবার মন্ত্রিসভায় যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।’
এদিকে বৈঠক সূত্র জানায়, বিচার প্রক্রিয়া ছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হককে নিয়ে অভিযুক্তদের আপত্তি নিয়েও মন্ত্রীরা মত প্রকাশ করেন।
বৈঠকে অন্যদের মধ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার, স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।