বিশ্ব ইজতেমা ময়দানে গত তিনদিনে এক বিদেশি মুসল্লিসহ আটজন মারা গেছেন। এদের মধ্যে গতকাল রাতে এবং আজ ভোরে বার্ধক্যজনিত কারণে এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দুইজন মারা গেছেন বলে ইজতেমা কর্তৃপক্ষ জানিয়েছেন।
মারা যাওয়া মুসল্লিরা হলেন- সিরাজগঞ্জের কাজীপুর এলাকার কাসিম উদ্দিনের ছেলে দলিলুর রহমান (৭৫) ও একই জেলার ভেন্নাবাড়ি থানার হরিনারায়নপুর গ্রামের মীর হোসেন আকন্দের ছেলে জয়নাল আবেদীন (৬০)। এর মধ্যে দলিলুর রহমান ভোর পৌনে ৫টায় এবং জয়নাল আবেদীন রাত ১টায় ইন্তেকাল করেন।
এদিকে শনিবার সন্ধ্যায় পুর্নম সোপান ওরফে সোফা হাজী (৬৫) নামে এক ইন্দোনেশিয়ার নাগরিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এর আগে শনিবার ভোরে সিলেটের মো. আলাউদ্দিন (৭০) এবং শুক্রবার রাত ১টার দিকে মারা যান আবুল কালাম আজাদ (৬০) নামে এক মুসল্লি। তিনি নোয়াখালী জেলার সুন্দর গ্র্রামের কালা মিয়ার ছেলে।
ইজতেমার প্রথম দিনে মারা যান ৩ জন। তারা হলেন- সিলেটের গোপালগঞ্জ উপজেলার রনকালি এলাকার জয়নাল আবেদীন (৫৫), কুড়িগ্রামের উলিপুর উপজেলার চকলাপাড় গ্রামের নূরুল ইসলাম (৭২) ও নাটোরের সিংড়া উপজেলার বটিয়া গ্রামের ফরিদ উদ্দিন (৬৫)।