রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার এলাকার বটতলা বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডে আড়াই শ’ ঘর পুরে ছাই হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টা ২৫ মিনিটে আগুন লাগে বলে জানায় ফায়ার কন্ট্রোল।
আগুনে লাগার কিছুক্ষণ পরেই আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় বস্তির চারপাশে থাকা ৬-৭টি পাকা ভবনেও আগুনের শিখা ছড়িয়ে পড়ে।
আতঙ্কিত হয়ে মানুষ বাসার জিনিসপত্র নিয়ে নিরাপদ দুরত্বে অবস্থান নেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১৫টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক আবু নাঈম মো. শহীদুল্লাহ সাংবাদিকদের জানান, আমরা দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিভিয়ে ফেলেছি। ধ্বংস্তুপের মধ্যে থাকা চাপা আগুন নেভাতে আরো দুই ঘন্টা সময় লাগে।
তিনি আরও বলেন, ‘আগুন নেভানোর সময় ৩ জন ফায়ার ম্যানসহ মোট ১০ আহত হয়েছে। আগুনের ঘটনায় এক হাজার পরিবারের আনুমানিক ৫০ লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়। আমাদের হিসেবে এখানে প্রায় ১২৫ টির মত ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।’
আগুন লাগার কারণ বলতে গিয়ে তিনি বলেন, এখানে বসবাসকারীরা দুই ধরনের তথ্য দিচ্ছে। কারো তথ্য মতে গ্যাসের চুলা আবার অন্যদের তথ্যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে।
এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘সরকার এবং দলের পক্ষে থেকে ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহযোগিতা করা হবে।’
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রায়েরবাজার কাঁটাবন এলাকার বটতলা বস্তির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। কিছু সময়ের মধ্যেই আগুন বস্তির বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বটতলা বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদর দপ্তর, মোহাম্মদপুর ফায়ার স্টেশন এবং মিরপুর ফায়ার স্টেশন থেকে ১৫টি ইউনিট ঘটনাস্থলে যায়।
ওই বস্তির ৪০-৫০টি ঘরের মালিক মো. শাহীন জানান, মাসখানেক হলো তিনি ঘরগুলো বানিয়েছেন। এখনো অনেক ঘরগুলোর কাজ শেষ হয়নি। এখানে প্রায় আড়াইশোটির মত বস্তিঘর রয়েছে।’
রিকশা চালক মো. উজ্জ্বল পরিবার নিয়ে ওই বস্তির একটি ঘরে ভাড়া থাকেন। তিনি বলেন, কোনো একটি ঘরের চুলা থেকে থেকে আগুন লাগতে পারে।
আগুন লাগার সঙ্গে সঙ্গে তিনি নিজের ঘরের জিনিসপত্র বের করে নিরাপদ দুরেত্বে চলে যায় বলে জানান।
এই বস্তিতে দুই বছর আগেও একবার আগুন লাগে বলে জানায় স্থানীয়রা।