বাংলাদেশের তুলার চাহিদা মেটাতে রফতানির হার নির্ধারণে সরকারি পর্যায়ে চুক্তি করতে আগ্রহী ভারত। আগামী মে মাসের শেষ সপ্তাহে তুলা রফতানি নিয়ে একটি বৈঠকেরও আয়োজন করা হবে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় বাণিজ্যসচিব রাহুল খুল্লার।
শুক্রবার দুপুরের পর নয়াদিল্লি থেকে টেলিফোনে রাহুল খুল্লার এ তথ্য জানান।
বস্ত্র ও টেক্সটাইল শিল্প বাঁচাতে ভারত থেকে তুলা আমদানি বাংলাদেশের জন্য এখন একটি বড় ধরনের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিগত বছরের মতো এ বছরও ভারত অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশে তুলা রফতানি আপাতত বন্ধ করেছে।
ভারতের বাণিজ্যসচিব রাহুল জানান, ‘বাংলাদেশ বছরে অন্তত ১৫ লাখ বেল তুলা ভারত থেকে আমদানি করতে চায়।বাংলাদেশে তুলা রফতানির বিষয়টি ভারত বিশেষভাবে বিবেচনা করছে।’
রাহুল খুল্লার বলেন, ‘বাংলাদেশের জন্য বিশেষভাবে এই তুলা রফতানির জন্য সরকারি পর্যায়ে একটি চুক্তির বিষয়টি আমাদের বিবেচনায় এসেছে।’
তিনি জানান, আগামী মে মাসের মধ্যেই এ সম্পর্কিত একটি বৈঠক আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। ওই বৈঠকেই এ বিষয়টির একটি ফয়সালা হতে পারে।
নয়াদিল্লিতে গত ২৮ ও ২৯ মার্চ ভারত ও বাংলাদেশের বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠক হয়। এতে দু’দেশের মধ্যকার বাণিজ্যচুক্তি ৩ বছরের জন্য নবায়ন করা হয়। ৩১ মার্চ আগের চুক্তির মেয়াদ শেষের পর নতুন মেয়াদের চুক্তি কার্যকর হবে।
ভারতের বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের বাণিজ্যসচিব গোলাম হোসেন অন্যান্য বিষয়ের সঙ্গে তুলা আমদানির বিষয়টির ওপর জোর দিয়েই আলোচনা করেছেন।’
তিনি বলেন, ‘আমরা তাকে বলেছি, শুধু বাংলাদেশ নয়, ভারত এখন কোথাও তুলা রফতানি করছে না। আমাদের নিজেদের চাহিদাও তো মেটাতে হবে।’
বিশ্বের কাপড় উৎপাদনকারী দেশগুলোর তুলার চাহিদার প্রায় অর্ধেকই উৎপাদন করে ভারত। তারা তুলা উৎপাদনকারী দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে। তাদের উৎপাদিত তুলার প্রায় ৮০ শতাংশই চীনে রফতানি হয়।
বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সূত্র জানায়, বাংলাদেশের বস্ত্র কারখানাগুলোর বার্ষিক তুলার চাহিদা প্রায় ৩৭ লাখ বেল। দেশে তুলা উৎপাদন দিনে দিনে কমে যাচ্ছে। চাহিদার প্রায় ৯০ শতাংশই বিদেশ থেকে আমদানি করতে হয়।
ভারত থেকে বাংলাদেশ তার চাহিদার প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশ তুলা আমদানি করে।
সর্বশেষ গত ৫ মার্চ ভারতের কেন্দ্রীয় সরকার কাঁচা তুলা রফতানি নিষিদ্ধ ঘোষণা করে। এ সিদ্ধান্তে ভারতের বস্ত্র উৎপাদনকারীরা খুশি হলেও রফতানিকারকরা তাদের অসন্তুষ্টির কথা নয়াদিল্লিকে জানিয়েছে।