মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে চীনের উদ্বেগ

মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে চীনের উদ্বেগ

1448মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পৌঁছায় উদ্বেগ প্রকাশ করেছে চীন। সৌদি আরব ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কচ্ছেদ করার পর এ উদ্বেগ প্রকাশ করলো চীন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের মতো চীনও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলীতে গভীর ভাবে উদ্বিগ্ন। এতে মধ্যপ্রাচ্যের সংঘাত উস্কে উঠতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করছে চীন।

সংশ্লিষ্ট পক্ষগুলো ধৈর্য বজায় রাখবে এ প্রত্যাশা ব্যক্ত করে চীনা মুখপাত্র প্রত্যাশা আরো আশা করেন যে আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করবে। এ ছাড়া আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা সবপক্ষ যৌথভাবে রক্ষা করবে বলেও বিবৃতিতে আশা করা হয়।

সৌদি সরকার রাষ্ট্রদ্রোহিতার ভিত্তিহীন অভিযোগে খ্যাতনামা শিয়া আলেম শেখ নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তেহরান এ নিয়ে কঠোর নিন্দা জানানোর প্রেক্ষাপটে সম্পর্কচ্ছেদের ঘোষণা দেয় রিয়াদ।

আন্তর্জাতিক