রোববার ৪ কোম্পানির স্বাভাবিক লেনদেন

রোববার ৪ কোম্পানির স্বাভাবিক লেনদেন

রেকর্ড ডেট থাকার কারণে বৃহস্পতিবার পুঁজিবাজারের তালিকাভুক্ত চার কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকার পর আগামী রোববার আবার স্বাভাবিক লেনদেন শুরু হবে।

কোম্পানিগুলো হলো- প্রিমিয়ার ব্যাংক, ওশেইন কন্টেইনার, সাপোর্ট লি. এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

গত রোববার থেকে বুধবার পর্যন্ত ওই কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে ব্লক/অড লটে লেনদেন হয়।

উল্লেখ্য, পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২২ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।

জানা যায়, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৫ এপ্রিল সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার (হল অব ফেম), শের-ই-বাংলা নগর, আগারগাঁও, ঢাকা-১২০৭ ঠিকানায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ছিল ২৯ মার্চ।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ৩৪ টাকা এবং শেয়ারপ্রতি নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ১৭ দশমিক ৪৮ টাকা।

রিলায়েন্স ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ (স্টক ডিভিডেন্ড) দেওয়ার সুপারিশ করেছে।

৩১ ডিসেম্বর ২০১১ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সুপারিশ করা হয়েছে।

সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৫ দশমিক ৩৭ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৮৩ দশমিক ৪৬ টাকা।

প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ এপ্রিল বেলা ১১টায় লা-ভিটা হল, লেক শোর হোটেল, হাউজ-৪৬, রোড-৪১, গুলশান-২, ঢাকা-১২১২ ঠিকানায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ছিল ২৯ মার্চ।

ওশেইন কন্টেইনারের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণার সুপারিশ করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২ দশমিক ৪২ টাকা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৮৩ টাকা।

প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩ মে সকাল সাড়ে ১০টায় বসুন্ধরা কনভেনশন সেন্টার-২, ব্লক-সি, উম্মে কুলসুম রোড, বসুন্ধরা আবাসিক এলাকায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ছিল ২৯ মার্চ।

অন্যদিকে, সামিট এলায়েন্স পোর্ট লিমিটেডের (সাপোর্ট) পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

৩১ ডিসেম্বর ২০১১ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়েছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ দশমিক ৪৪ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৪৮ দশমিক ০৫ টাকা।

প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩ মে বেলা সাড়ে ১১টায় বসুন্ধরা কনভেনশন সেন্টার-২, ব্লক-সি, উম্মে কুলসুম রোড, বসুন্ধরা আবাসিক এলাকায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ছিল ২৯ মার্চ।

অর্থ বাণিজ্য