দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ ও পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার লেনদেনের আড়াই ঘণ্টা শেষে সাধারণ সূচক কমেছে ২২ পয়েন্ট।
দুপুর দেড়টায় ডিএসইতে ১১৭টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক কমেছে ২২ পয়েন্ট। এ সময়ে লেনদেন হয়েছে মোট ৬২৫ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার লেনদেনের প্রথম পাঁচ মিনিটে অর্থাৎ ১১টা পাঁচ মিনিটে ডিএসই’র সাধারণ সূচক আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৬0 পয়েন্টে উঠে আসে। এরপর নিম্নমুখী হয় সূচক। বেলা ১১টা ১০ মিনিটে সূচক ১৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৫ পয়েন্টে, সোয়া ১১টায় ২ পয়েন্ট কমে ৫ হাজার ৩৬ পয়েন্টে দাঁড়ায়। পরবর্তীতে সূচক ফের ঊর্ধ্বমুখী হয়। বেলা সাড়ে ১১টায় ডিএসই’র সাধারণ সূচক ২৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৫ পয়েন্টে, দুপুর ১২টায় ৪৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৭ পয়েন্টে, সাড়ে ১২টায় ৪১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮০ পয়েন্টে, ১টায় ২৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৭ পয়েন্টে স্থির হয়।
দুপুর দেড়টায় ডিএসই’র সাধারণ সূচক ২২ পয়েন্ট কমে ৫ হাজার ১৬ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর দেড়টায় লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩২টির, কমেছে ১১৭টির এবং আগের দামে রয়েছে ১০টি প্রতিষ্ঠান।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসই’র শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠানামা করে- কেয়া কসমেটিকস, বেক্সিমকো, গ্রামীণফোন, ইউনাইটেড এয়ার, আফতাব অটো, ঢাকা ডায়িং, লাফার্জ সুরমা, মবিল যমুনা, ইস্টার্ন হাউজিং ও ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ।
গত সপ্তাহে ডিএসইতে ২৩৫টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে ২১৫ পয়েন্ট। একই সঙ্গে লেনদেন বাড়ে ৮৬ দশমিক ৩৭ শতাংশ। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইর সাধারণ সূচক বাড়ে ১০৪ পয়েন্ট। দ্বিতীয় কার্যদিবস সোমবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় শেয়ারবাজারে লেনদেন হয়নি। পরবর্তীতে তৃতীয় ও চতুর্থ কার্যদিবস মঙ্গলবার ও বুধবার সূচক বেড়েছে যথাক্রমে ৭৫ ও ৯৯ পয়েন্ট।
অন্যদিকে বৃহস্পতিবার দুপুর ১টা ২৯ মিনিটে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসসি) সাধারণ সূচক ৬১ পয়েন্ট কমে ৯ হাজার ৩২২ পয়েন্টে অবস্থান করছে।
এ সময়ে লেনদেন হয়েছে মোট ৫১ কোটি টাকা।