সমাবেশে ঝুঁকি রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাবেশে ঝুঁকি রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

1451826452স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নিরাপত্তাহীনতার শঙ্কা না থাকলে আইনশৃঙ্খলা বাহিনী বিএনপিকে সমাবেশ করতে অনুমতি দেবে।
রবিবার বেলা ১১টার দিকে মিরপুরের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে আয়োজিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নবনিযুক্ত কর্মকর্তা/কর্মচারীদের বুনিয়াদি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ (পাসিং আউট প্যারেড) অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলো কর্মসূচি করবে, এটাই তো স্বাভাবিক। তবে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে দেশের নিরাপত্তা নিয়ে ভাবতে হয়। নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হবে।
আসাদুজ্জামান খান আরো বলেন, যেকোনো ধরনের নিরাপত্তার আশঙ্কা থাকলে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি দেখবে এবং ব্যবস্থা নেবে। আগামী ৫ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশের ডাকে নিরাপত্তা ঝুঁকি রয়েছে কিনা খতিয়ে দেখছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক খান, ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
অন্যান্য বাংলাদেশ