তৃতীয়বারের মতো সেরা পাঁচ রফতানিকারককে এক্সপোর্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড দেওয়ার ঘোষণা দিয়েছে এইচএসবিসি।
বুধবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন (এইচএসবিসি) আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশে ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ড্রু টিলক।
বাংলাদেশের অর্থনীতিতে রফতানিকারকদের অবদানের স্বীকৃতি হিসেবে এইচএসবিসি গত তিন বছর ধরে এ অ্যাওয়ার্ড দিয়ে আসছে।
পাঁচটি বিশেষ বিভাগে পাঁচ শীর্ষ স্থানীয় রফতানিকারককে ‘বছরের সেরা’ হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া হবে।
বছরের সেরা রফতানিকারক হিসেবে পাঁচটি বিভাগে পুরস্কার দেওয়া হবে। বিভাগগুলো হচ্ছে, ১. তৈরি পোশাকশিল্প, ২. টেক্সটাইল, ৩. ইপিজেড শিল্প, ৪. সনাতন ও উদীয়মান শিল্প এবং ৫. ক্ষুদ্র ও মাঝারি শিল্প।
পুরস্কারের জন্য আগামী ৩০ এপ্রিলের মধ্যে নমিনেশন জমা দিতে হবে। ২০১০ সালে প্রথম এ পুরস্কার দেয় এইচএসবিসি।
রফতানিকারকদের প্রতি এইচএসবিসির আন্তরিকতার কথা উল্লেখ করে সংবাদ সম্মেলনে অ্যান্ড্রু টিলক বলেন, ‘রফতানির মাধ্যমে কেবল বাংলাদেশের অর্থনীতি ত্বরান্বিত হয় না, সঙ্গে সঙ্গে বিশ্ববাজারে বাংলাদেশকে সম্মানজনক অবস্থানে প্রতিষ্ঠিত করে। বিশ্বের শীর্ষ স্থানীয় আন্তর্জাতিক ব্যাংক হিসেবে এইচএসবিসি বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রায় অবদান রাখতে সচেষ্ট।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এইচএসবিসির কর্পোরেট ব্যাংকিংয়ের প্রধান মো. মাহবুবুর রহমান, ট্রেড অ্যান্ড সাপ্লাই চেন বিভাগের প্রধান মোহাম্মদ শহীদুজ্জামান, মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগের প্রধান তালুকদার নোমান আনোয়ার ও কমিউনিকেশন ম্যানেজার ইফতেখার হাসান প্রমুখ।