বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোটকে ‘লুটেরার দল’ আখ্যায়িত করে চট্টগ্রামের মহাসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেবল আওয়ামী লীগই বন্দরনগরীর উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে।
যুদ্ধাপরাধের বিচার ত্বরান্বিত করার দাবিতে বুধবার বিকালে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে ১৪ দলের মহাসমাবেশে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে উন্নয়ন করে। চট্টগ্রামের উন্নয়নের জন্য আওয়ামী লীগ ছাড়া কোনো সরকারই গুরুত্ব দেয় না।”
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসাবে গড়ে তোলার জন্য আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “আমি চট্টগ্রামের জন্য উপহার নিয়ে এসেছি।”
সকালে চট্টগ্রামে পৌঁছে চট্টগ্রামের প্রথম প্লাইওভার, নারীদের জন্য একটি ডরমেটরি, এলজিইডির নতুন ভবন ও তিনটি বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
তিনি বিকাল সাড়ে ৩টায় সমাবেশ মঞ্চে পৌঁছালেও সভার আনুষ্ঠানিকতা শুরু হয় বেলা ২টায়।
নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশের শুরুতেই ধর্মগ্রন্থগুলো থেকে পাঠ করা হয়। এরপর ১৪ দলের বক্তারা একে একে বক্তব্য দিতে শুরু করেন।
বেলা সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভামঞ্চে উপস্থিত হলে নেতাকর্মীরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। এখান থেকেই হাটহাজারী, দোহাজারী ও পটিয়ার তিনটি বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেন তিনি।
এ মহাসমাবেশকে কেন্দ্র করে সকাল বেলা ১০টা থেকেই নৌকা, মিছিল ও ঢাকঢোল পিটিয়ে গাড়িতে করে কর্মী সমর্থরা পলোগ্রাউন্ডে জড়ো হতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে লোক সমাগম।
সভা পরিচালনা করছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, চট্টগ্রাম (দক্ষিণ) শাখার সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন আহমদ এবং চট্টগ্রাম (উত্তর) শাখার সাধারণ সম্পাদক এম এ সালাম।