ইরাকের রামাদি শহরের কাছে দেশটির সেনাবাহিনীর একটি ঘাঁটিতে হামলা করেছে ইসলামিক স্টেট (আইএস) এর জঙ্গিরা। এই সপ্তাহের শুরুর দিকে রামাদি শহরের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় সরকারি বাহিনী।এরপর থেকে সরকারি বাহিনীর উপর আইএস জঙ্গিদের এটিই এতে বড় কোনো হামলা। অসমর্থিত সূত্র মতে, এই ঘটনায় অন্তত ৬০ জন সরকারি সেনা নিহত হয়েছে।
সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, তথাকথিত ইসলামিক জঙ্গি গোষ্ঠি আইএস-এর জঙ্গিরা সরকারি সেনাদের উপরে আত্মঘাতী গাড়ি বোমা হামলা করেছে।
শুধু তাই নয়, এসময় জঙ্গিরা বিস্ফোরক ভর্তি বেল্ট পরিহিত ছিল বলেও জানিয়েছে ওই মুখপাত্র। তবে মার্কিন নেতৃত্বাধীন জোটের সহায়তায় বিমান হামলার মাধ্যমে জঙ্গিদের এই হামলার পাল্টা জবাব দিয়েছেন। আইএস-এর নিয়ন্ত্রণ থেকে রামাদি পুনুরুদ্ধার করা হয়েছে বলে রোববার জানায় ইরাক।
রামাদির নিয়ন্ত্রণ সরকারি বাহিনীর কাছে নেওয়ার পর থেকে শুক্রবারের এই হামলাই সবচেয়ে বড় বলে জানা যাচ্ছে। রামাদি শহরের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের লড়াই আরো তীব্র হয়েছে। গত মে মাস থেকেই রামাদির নিয়ন্ত্রণ ছিল আইএস জঙ্গিদের হাতে। সূত্র : বিবিসি