পাকিস্তান ও আফগানিস্তানের আন্তঃসীমান্তে উত্তেজনা কমাতে দুই দেশের সামরিক কমান্ডার পর্যায়ে একটি হটলাইন চালু করা হয়েছে। দুই দেশের সীমান্তে সহযোগিতা আরো বাড়ানোর জন্য লাইনটি মাত্রই দুই দেশের মধ্যে ব্যবহার করা হয়েছে বলে জানান
পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র। খবর বিবিসি।
পাকিস্তানের সেনাপ্রধান রাহেল শারিফ কাবুল সফরের সময় এই বিষয়ে দুদেশ রাজি হয়। তালেবানের হুমকি যত বাড়ছে দেশ দুটির নিরাপত্তার জন্য ততই নিত্য নতুন ব্যবস্থা নেয়ার কথা ভাবছে তারা।
এই মাসের শুরুতে অর্থাৎ ডিসেম্বরেই সহিংসতা বৃদ্ধির জন্য আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠাগুলোকে দায়ী করেন।
আফগানিস্তান প্রায়ই সময় আফগান তালিবানকে নিয়ন্ত্রণ করার জন্য পাকিস্তানকে দোষারোপ করে। তারা বলে আসছে পাকিস্তান আফগান তালেবানদের জ্যেষ্ঠ নেতাদের মুক্তভাবে আফগানিস্তানে অভিযান চালাতে অনুমোদন দেয়।