নিবন্ধিত সাড়ে ১৯ লাখ প্রতিষ্ঠান

নিবন্ধিত সাড়ে ১৯ লাখ প্রতিষ্ঠান

1299যৌথমূলধন কোম্পানি ও ফার্ম পরিদফতর প্রতিষ্ঠার পর গত ৪৩ বছরে ১৯ লাখ ৪৪ হাজার ২৩৪টি প্রতিষ্ঠান নিবন্ধিত বলে সংসদীয় কমিটিকে জানানো হয়েছে। আর এই প্রতিষ্ঠানটির সেবা দেশের বিভিন্ন স্থানে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য শূন্য পদে জনবল নিয়োগের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৫তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী তোফায়েল আহমেদ, মো. মোতাহের হোসেন, ওয়ারেসাত হোসেন বেলাল, মো. ছানোয়ার হোসেন, মো. মনজুরুল ইসলাম লিটন এবং লায়লা আরজুমান বানু অংশ নেন।

বৈঠকে বিগত ১৪তম বৈঠকের সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি, রেজিস্ট্রার এ্যান্ড জয়েন্ট স্টক কোম্পানির (RJSE) সার্বিক কার্যক্রম এবং কমিটিতে পাঠানো চা শ্রমিক কল্যাণ তহবিল বিল,২০১৫ পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

এছাড়াও চা শ্রমিক কল্যাণ তহবিল বিল, ২০১৫ পরীক্ষা-নিরীক্ষা করে আগামী সংসদ অধিবেশনে চূড়ান্ত প্রতিবেদন দেয়ার সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ শীর্ষ খবর