দুর্যোগ ঝুঁকিহ্রাস বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি মার্গারেটা ওয়ালস্ট্রোম চারদিনের সফরে বুধবার ঢাকা আসছেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ ছাড়াও বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও দুর্যোগ ঝুঁকিহ্রাস বিষয়ক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার স. ম. গোলাম কিবরিয়া বাংলানিউজকে জানান, সফরকালে মার্গেরেটা বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা ও কর্মসূচিতে দুর্যোগ ব্যবস্থাপনাকে মূলধারা হিসেবে গুরুত্ব প্রদান বিষয়ে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠক করবেন।
পরে দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন সহনশীলতা গড়ে তোলার ক্ষেত্রে সুশীল সমাজের ভূমিকা সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক এক সভায় মিলিত হবেন।
এরপরে মার্গারেটা ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে দুর্যোগ ঝুঁকিহ্রাস বিষয়ক স্কুল সচেতনতা ও ভূমিকম্পে আত্মরক্ষার ওপর মহড়া দেখবেন। তিনি বাংলাদেশে জাতিসংঘ প্রতিষ্ঠানে কর্মরতদের সঙ্গেও বৈঠক করবেন।
মার্গারেটা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস, ২০১২ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে অংশ নেবেন। পরে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম এবং আন্তর্জাতিক পরিম-লে বাংলাদেশের নেতৃত্বদান বিষয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠক করবেন।
এরপরে মার্গারেটা মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রশিক্ষণকেন্দ্রে ভূমিকম্প পরবর্তী অনুসন্ধান ও উদ্ধার বিষয়ক মহড়া পরিদর্শন করবেন।
জাতিসংঘের এ বিশেষ প্রতিনিধি আইলায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম এবং বরিশালের বানারিপাড়া ও খুলনার দাকোপ উপজেলায় দুর্যোগ সহনশীল আবাসন পরিদর্শন করবেন। ঢাকা ফিরে তিনি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন।
পরে দুর্যোগে জরুরি সারাদান বিষয়ক লোকাল কনসালটেটিভ গ্রুপের ফোকাল পয়েন্ট, মিশন প্রধান ও উন্নয়ন সহযোগীদের সাথে বৈঠক করবেন এবং ১০০ পৌরসভার মেয়রদের নিয়ে বিশ্ব কর্মসূচির অংশ হিসেবে নিরাপদ শহর কর্মসূচির উদ্বোধন করবেন।
সফর শেষে ৩১ মার্চ মার্গারেটা ওয়ালস্ট্রোম বাংলাদেশ ত্যাগ করবেন।
উল্লেখ্য মার্চ মাসের শেষ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস হিসেবে পালন করে থাকে।