দেশের বিভিন্ন পৌরসভার ১৯ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বুধবার সকাল থেকে শুরু হওয়া এ নির্বাচনে কারচুপি এবং অনিয়মের অভিযোগ এনেছেন তারা।
১৯ প্রার্থী হলেন- লক্ষীপুরের রায়পুরের বিএনপি প্রার্থী এবিএম জিলানি, বরগুনা পৌরসভার আওয়ামী লীগ প্রার্থী কামরুল হাসান মহারাজ, রাজবাড়ীর পাংশার বিএনপি প্রার্থী চাঁদ আলী খান, ব্রাক্ষণবাড়িয়ার আখাউয়ার বিএনপির প্রার্থীসহ স্বতন্ত্র দুই প্রার্থী, জামালপুরের সদর পৌরসভার জাতীয় পার্টি প্রার্থী, নড়াইলের কালিয়া পৌরসভার বিএনপি প্রার্থী এসএম ওয়াহিদুজ্জামান, টাঙ্গাইলের মধুপুর, চট্টগ্রামের স্বন্দ্বীপ ও রাঙ্গুনিয়া, রাউজান, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা নিবাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
এছাড়া পটুয়াখালীর কুয়াকাটায় একজন প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে। পাবনার ইশ্বরদীর বিএনপি প্রার্থী, গাইবান্ধার গোবিন্দগঞ্জ, মুন্সিগঞ্জ, ধামরাই পৌরসভার স্বতন্ত্র প্রার্থী, জামালপুরের দেওয়ানগঞ্জ, কিশোরগঞ্জের বাজিতপুরের বিএনপি প্রার্থী।