সিরিয়ায় বিমান হামলায় বাংলাদেশি জঙ্গি নিহত

সিরিয়ায় বিমান হামলায় বাংলাদেশি জঙ্গি নিহত

1274সিরিয়া ও ইরাকে যৌথ বাহিনীর বিমান হামলায় ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর দশ সদস্য নিহত হয়েছে, এদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছে। মার্কিন সামরিক সূত্রের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সাইফুল হক সুজন নামের ওই জঙ্গি ব্রিটেনে থেকে কম্পিউটার প্রকৌশলে পড়াশোনা করেছেন। মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন বাগদাদ থেকে জানান, গত ১০ই ডিসেম্বর সিরিয়ার রাকা প্রদেশের কাছে বিমান হামলায় সাইফুলের মৃত্যু হয়। তিনি বহির্বিশ্বের সাথে যোগাযোগের পরিকল্পনাকারী হিসেবে কাজ করতেন। ইসলামিক স্টেট গোষ্ঠীর হয়ে হ্যাকিং কর্মকাণ্ড, নজরদারী প্রতিরোধ প্রযুক্তি এবং অস্ত্র উন্নয়ন কাজেও নিয়োজিত ছিলেন।

স্টিভ ওয়ারেন আরো বলেন, সাইফুল হক সুজনের মৃত্যুকে আইএস বহির্বিশ্বের সাথে তার যোগাযোগের একটি উৎস হারালো। কর্নেল ওয়ারেন গত এক মাসে সিরিয়া ও ইরাকে মোট দশজন নিহত হওয়ার কথা জানান। এদের মধ্যে অন্তত দুজনের কথা তিনি উল্লেখ করেন, যাদের সাথে প্যারিসে গত নভেম্বর মাসের হামলাকারীদের যোগাযোগ ছিল।

এদের একজনের নাম শারাফে আল মুদান বলে উল্লেখ করা হয়। তিনি সিরিয়া ভিত্তিক একজন আইএস কমান্ডার ছিলেন। যার সঙ্গে প্যারিসের মূল হামলাকারী আবদেল হামিদ আবাউদের সরাসরি যোগাযোগ ছিল বলে উল্লেখ করা হয়। গত ২৬ ডিসেম্বর ইরাকের মসুলে এক হামলায় নিহত হয় আব্দুল কাদের হাকিম নামে আরেক আইএস কমান্ডারের। তার সাথেও প্যারিসের হামলাকারীদের সরাসরি যোগাযোগ ছিল।

আন্তর্জাতিক শীর্ষ খবর