ভোটার নেই সাভার বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে

ভোটার নেই সাভার বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে

1269সকালে ভোটার উপস্থিতি কম ছিল সাভারে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ১০টা পর্যন্ত ভোটারের উপস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি।

সাভার পৌর এলাকার জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে সরেজমিন ঘুরে দেখা গেছে, মাত্র দু’জন ভোটার দাঁড়িয়ে আছেন ভোট প্রদান করতে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা থাকতে দেখা গেছে।

কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ড. মো. শামীমুজ্জান দাবি করেন, প্রথম দুই ঘণ্টায় ১০ ভাগ ভোট কাস্ট হয়েছে। কেন্দ্রটিতে আওয়ামী লীগ ও বিএনপি দুই দলেরই এজেন্ট ভেতরে রয়েছেন। শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে।

এদিকে কেন্দ্রটিতে বিএনপির প্রার্থীর সমর্থনে কোনো সহায়তা কেন্দ্র নেই। এমনকি দলের পক্ষে কাজ করেন এমন কাউকে কেন্দ্রের আশপাশে দেখা যায়নি।

কেন্দ্রে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্য জানান, কেন্দ্রটির বেশিরভাগ ভোটারই ভাড়াটিয়া (চাকরিজীবী)। অনেকে শীতের সকালে ঘুম থেকে উঠতে বিলম্ব করেন তাই দুপুর নাগাদ তারা ভোটকেন্দ্রে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কেন্দ্র সূত্রে জানা গেছে, কেন্দ্রটিতে মোট ভোটার ৪ হাজার ৬২২ জন। এর মধ্য পুরুষ ২ হাজার ৩শ’ ৬ জন এবং মহিলা ভোটার ২ হাজার ৩শ’ ১৮ জন।

বাংলাদেশ