সিলোন গোল্ড-চ্যানেল আই প্রকৃতি মেলা

সিলোন গোল্ড-চ্যানেল আই প্রকৃতি মেলা

মানুষ প্রকৃতির সন্তান। অথচ এই প্রকৃতিকেই আমরা নানাভাবে দূষিত করে চলেছি। আমাদের আগামী প্রজন্মকে প্রকৃতির অপরূপ মমতা থেকে করছি বঞ্চিত। এ দেশের প্রকৃতি ও পরিবেশের নানা উপাদান এবং এদের গুরুত্ব সম্পর্কে সবার মাঝে সচেতনতা সৃষ্টি করতে ৩১ মার্চ প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সিলোন গোল্ড চ্যানেল আই প্রকৃতি মেলা-২০১২’। দেশের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় এই মেলায় প্রকৃতি ও প্রকৃতি সংরক্ষণ নিয়ে থাকছে নানা আয়োজন।

চারদিকে দিগন্ত বিস্তৃত সবুজের হাতছানি আর ভোরের পাখির ডাক গ্রাম বাংলার ঐতিহ্য। সুপ্রাচীনকাল থেকে চলমান এই প্রকৃতির মাঝেই বাঙালির জন্ম ও বেড়ে ওঠা। ষড়ঋতুর আবর্তনে বর্ণিল এদেশের প্রকৃতি স্পন্দন আনে প্রতিটি বাঙালির হৃদয়ে। কিন্তু বাঙালির চিরচেনা সেই প্রকৃতি এখন তার সবুজ রং হারিয়ে অনেকটাই বিবর্ণ। এদেশের প্রকৃতি ও পরিবেশের সোনালি সময় আজ বিপর্যয়ের মুখে। মানবসৃষ্ট ও প্রাকৃতিক নানা ধরনের কর্মকান্ডে দেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য আজ বিপন্ন। প্রকৃতি সম্পর্কে গণমানুষের ব্যাপক সচেতনতা তৈরির জন্যই আয়োজন করা হচ্ছে ‘সিলোন গোল্ড চ্যানেল আই প্রকৃতি মেলা- ২০১২’।

আগামী ৩১ মার্চ দিনব্যাপী চ্যানেল আই ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য প্রকৃতি মেলায় থাকছে প্রকৃতি বিষয়ক সংগীত, আবৃত্তি, চিত্রাঙ্কন, গম্ভীরা, কবিগান, পুতুল নাচ, আলোকচিত্র প্রদর্শনী, সাক্ষাৎকার, নৃত্য পরিবেশনাসহ আরো অনেক বৈচিত্র্যময় আয়োজন। মেলার দিন সকাল ১১.০৫ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত এই অনুষ্ঠানটি চ্যানেল আই প্রাঙ্গণ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

প্রকৃতি মেলা সামনে রেখে চ্যানেল আই ভবনে ২৮ মার্চ বুধবার দুপুরে অনুষ্ঠিত হয় এক সংবাদ সম্মেলন। এতে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক ও ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’র চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।

সংবাদ সম্মেলনের শুরুতে ফরিদুর রেজা সাগর বলেন বইয়ের পাতায় ছিল বার মাসে তের পার্বণ। এখন তার প্রতিফলন ঘটছে চ্যানেল আইতে। চ্যানেল আই বিভিন্ন মেলার আয়োজন করে। যার সাথে থাকে চ্যানেল আইয়ের কোটি কোটি দর্শক। এবার প্রকৃতিকে নিয়ে আমরা মেলা করছি। এবারের মেলার মাধ্যমে আমরা ‘প্রকৃত মেলা’ করতে যাচ্ছি। চ্যানেল আই বিশ্বাস করে কোনো কিছুকে রক্ষা করতে হলে প্রথমেই জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজন। জনসচেতনতা বৃদ্ধি পেলে রক্ষা পাবে দেশের প্রকৃতি, ইতিহাস ও ঐতিহ্য।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রকৃতি বিজ্ঞানী জুনায়েদ কবীর চৌধুরী, ড. ইশতিয়াক সোবহান ও ড. রেজাউল করিম। প্রকৃতি রক্ষায় চ্যানেল আইকে আরো উদ্যোগি ভূমিকা গ্রহণ করার আহবান জানান অতিথিরা।

সংবাদ সম্মেলনে মুকিত মজুমদার বাবু মেলার বিস্তারিত উপস্থাপন করেন। এ সময় তিনি বলেন, এটি দেশের প্রথম ও একমাত্র প্রকৃতি মেলা। শুধু তাই নয়, কোনো ইলেকট্রনিক মিডিয়াতেও প্রথম। আমাদের নাগরিক জীবন থেকে প্রকৃতি দূরে সরে যাচ্ছে। তাকে ফিরিয়ে আনার জন্যই আমাদের এই উদ্যোগ। এই মেলাটি ধারাবাহিকভাবে প্রতি বছরই হবে, তবে একেবারেই ভিন্ন আঙ্গিকে। জলবায়ু পরিবর্তনের ফলে প্রকৃতির উপর যে প্রভাব পড়ছে আমি মনে করি এ ধরনের আয়োজনের মাধ্যমে সকল প্রজন্মের জনসচেতনতা বৃদ্ধি পাবে।

প্রকৃতির সংরক্ষণ নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চ্যানেল আই ও প্রকৃতি ফাউন্ডেশন নির্মিত একটি মিউজিক ভিডিওচিত্র উপস্থিত গণমাধ্যম সাংবাদিকদের দেখানো হয়। সংবাদ সম্মেলনটি চ্যানেল আই সরাসরি সম্প্রচার করা হয়।

অন্যান্য