হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছয় কেজি ছয় শ’ গ্রাম স্বর্ণসহ শওকত নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ দল।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট (এমএইচ১৯৬) কুয়ালালামপুর থেকে ঢাকায় অবতরণ করে। পরে বিমাবন্দর ছেড়ে যাওয়ার সময় তল্লাশিকালে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার (এসি) শহীদুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, শওকতের ব্যাগ থেকে ১২টি বার উদ্ধার করা হয়। এরমধ্যে ছয়টি বার এক কেজি ওজনের।
তিনি জানান, উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় তিন কোটি চল্লিশ লাখ টাকা। আটককৃত শওকতের বাড়ি কুমিল্লার গৌরিপুরে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।