এটিএন বাংলায় মার্চের ২৯ তারিখ থেকে প্রচার শুরু হচ্ছে ২৬ পর্বের নতুন ধারাবাহিক নাটক ‘রেড ড্রাগন টু রজনীগন্ধা’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আসুতোষ সুজন। নাটকটি প্রচার হবে প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটে।
নাটকটির গল্প ঢাকার অদূরে উলুখোলা নামের একটি গ্রামের। এই গ্রামের তিন যুবক শহিদ, রানা ও শুভ। নানা সময়ে নানা খেয়ালে তাঁরা হাতে নেয় নানা রকমের কাজ। তাঁদের মাথার উপরে ছায়া হয়ে থাকেন স্থানীয় রাজনৈতিক নেতা শফি ভাই। এরা এক সময় গড়ে তোলে রেডড্রাগন নামের একটি মার্শাল আর্ট ক্লাব। সেই ক্লাবকে ঘিরে ঘটে নানা ঘটনা, দুর্ঘটনা। এই তিন যুবকের জীবনে আসে প্রেম, অপ্রত্যাশিত নানা ঘটনা আর আবেগের স্রোতে বদলে যেতে থাকে তাঁদের জীবন। এমনকি বদলে যায় ক্লাবটিও, নতুন করে ক্লাবের নাম হয় রজনীগন্ধা। তিন যুবকের চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, এম এস রানা ও শুভ।
শফি ভাইয়ের চরিত্রে আজিজুল হাকিম। অন্যান্য চরিত্রে জয়ন্ত চট্টোপাধ্যায়, ফজলুর রহমান বাবু, আখম হাসান, সিদ্দিকুর রহমান, কচি খন্দকার, নওশীন, বিদ্যা সিনহা মীম, ভাবনা প্রমুখ।